বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বন্ধে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে বুধবার এই মর্মে দু’পাতার চিঠি তুলে দিয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। অধীরের বক্তব্য, বাংলা থেকে বিপুল সংখ্যায় শ্রমিক দেশের নানা রাজ্যে কাজ করতে যান। তাঁদের ভাষা, চেহারা বা খাদ্যাভ্যাসকে অজুহাত করে ‘বাংলাদেশি’ সন্দেহে ওই শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, ছত্তীসগঢ়, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে। কখনও পুলিশ আটক করেছে, কখনও এঁদের কাউকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী যে রাজ্যের মানুষ, সেই ওড়িশাতেও এমন একাধিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অধীর। পরে তিনি বলেছেন, ‘‘রুটি-রুজি এবং একটু ভাল মজুরির জন্য বাইরের রাজ্যে কাজ করতে গেলে বাংলার শ্রমিকদের উপরে অবিচার-অত্যাচার করা হচ্ছে। দেশের অর্থনীতির উন্নয়নে পরিযায়ী শ্রমিকদেরও বড় ভূমিকা রয়েছে। হরিয়ানার পানিপথে গিয়েছিলাম, সেখানে মালিক ও শ্রমিক উভয়েরই উভয়কে দরকার। কিন্তু পরপর বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে যে ভাবে হেনস্থা করা হচ্ছে, সেটা কেন হবে? রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি, কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে বার্তা দেওয়ার জন্য।’’ অধীরের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। এর পরে রাজ্যপালের সঙ্গেও দেখা করে এই নিয়ে কথা বলতে চান প্রাক্তন সাংসদ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)