Advertisement
০৩ মে ২০২৪

তামাকে বুঁদ কৈশোরও, উদ্বিগ্ন চিকিৎসকেরা

প্রাপ্তবয়স্কদের নিয়ে দুশ্চিন্তা ছিলই চিকিৎসকদের। এ বার কিশোর-কিশোরীদের অবস্থা দেখে সেই চিন্তা আরও বাড়ল। এক বেসরকারি সংস্থার সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, ভারতে শিশু-কিশোরদের মধ্যেও তামাকজাত দ্রব্য সেবনের প্রবণতা বাড়ছে।

নিজস্ব সংবাদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০০:৪২
Share: Save:

প্রাপ্তবয়স্কদের নিয়ে দুশ্চিন্তা ছিলই চিকিৎসকদের। এ বার কিশোর-কিশোরীদের অবস্থা দেখে সেই চিন্তা আরও বাড়ল।

এক বেসরকারি সংস্থার সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, ভারতে শিশু-কিশোরদের মধ্যেও তামাকজাত দ্রব্য সেবনের প্রবণতা বাড়ছে। ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে ৪ শতাংশ সিগারেটে আসক্ত ও ১৫ শতাংশ অন্য তামাকজাত দ্রব্য সেবন করে। প্রতি ৬ সেকেন্ডে এক জন মারা যান তামাকজাত দ্রব্য সেবনের কারণে। প্রায় সাড়ে ২৭ কোটি মানুষ তামাকজাত দ্রব্যে আসক্ত। চিকিৎসকদের কথায়, যার পরিণতি নিজের দেহে রোগবৃদ্ধি ও মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।

মঙ্গলবার, বিশ্ব তামাক বিরোধী দিবসে ক্যানসার সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে উঠে এল এই সব তথ্য। আয়োজক সংস্থা বেঙ্গল অঙ্কোলজি ফাউন্ডেশনের কর্ণধার, ক্যানসার শল্য-চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় বলেন, ‘‘স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি জরুরি।’’ অনুষ্ঠানে প্রাপ্তবয়স্কদের নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে জানান ডাক্তারেরা। ক্যানসার চিকিৎসক সোমনাথ সরকার বলেন, ‘‘তামাকজাত দ্রব্যের নেশা ছাড়তে মনের জোর সব থেকে জরুরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adolescent tobacco doctor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE