Advertisement
০৩ মে ২০২৪
আইনের চোখে

কাছের মানুষ নিরুদ্দেশ

কেউ নিখোঁজ হলে সঙ্কটে পড়ে পরিবার। পরামর্শ দিচ্ছেন আইনজীবী তমাল মুখোপাধ্যায়কেউ নিখোঁজ হলে সঙ্কটে পড়ে পরিবার। পরামর্শ দিচ্ছেন আইনজীবী তমাল মুখোপাধ্যায়

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০৩:৪৬
Share: Save:

এক দিন অচানক’ নামে মৃণাল সেনের ছবিটা মনে আছে? প্রবীণ অধ্যাপক (শ্রীরাম লগু) নিখোঁজ হলে আতান্তরে পড়েছিল পরিবার। কী করতে পারেন এমন সময়ে? প্রথমে থানায় গিয়ে ‘নিখোঁজ ডায়েরি’ করুন। পুলিশ ঘুরিয়ে দিতে চাইলে শুনবেন না। নিরুদ্দিষ্টের বিবরণ (উচ্চতা, বয়স পোশাক, কোথায় কখন শেষ দেখা গিয়েছিল, ইত্যাদি) থানায় অভিযোগ করুন। ছবি দেবেন। পুলিশের কর্তব্য, নির্দিষ্ট অভিযোগ পেলেই তা ‘মিসিং পার্সন্স স্কোয়াডে’ জানানো। তারা সব থানাকে সতর্ক করবে। এখন সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু সাইট হয়েছে নিখোঁজদের সন্ধানে। সেখানেও ছবি দিন।

প্রাথমিক তদন্তে নিখোঁজ হওয়ার পিছনে কোনও অপরাধের গন্ধ পেলে পুলিশের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কথা। পুলিশ উদ্যোগী না হলে হাইকোর্টে (সংবিধানের ২২৬ ধারা) আবেদন করা যেতে পারে।

জেনে রাখা ভাল:

নিখোঁজ ব্যক্তি সাত বছরের মধ্যে ফিরে না এলে তাঁকে ‘মৃত’ ঘোষণা করার জন্য সাক্ষীসাবুদ-সহ আদালতে আর্জি জানানো যেতে পারে।

আদালত ‘মৃত’‌ ঘোষণা করলে উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি ভাগ হতে পারে। তবে সেই ব্যক্তি ফিরে এলে তিনি নিজের সম্পত্তি দাবি করতে পারেন।

চাকরি ক্ষেত্রে পেনশনের মতো মরণোত্তর সুবিধা বা প্রিমিয়াম দিয়ে চালু রাখা জীবন বিমার টাকা দাবি করা যেতে পারে।

এই সাত বছরে নিরুদ্দিষ্টের স্ত্রী বা স্বামী বিবাহ-বিচ্ছেদ চাইতে পারেন না, কিন্তু ‘মৃত’‌ ঘোষণার পরে চাইলে তিনি ফের বিয়ে করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE