Advertisement
১১ মে ২০২৪
AICC

কোথায় দাঁড়িয়ে কংগ্রেস, বুঝতে আসছেন জিতিন

কংগ্রেস সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের সব কমিটি ও নেতাদের সঙ্গে বৈঠক করবেন জিতিন।

এআইসিসি-র পর্যবেক্ষক জিতিন প্রসাদ। ছবি: সংগৃহীত।

এআইসিসি-র পর্যবেক্ষক জিতিন প্রসাদ। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০১:৩৯
Share: Save:

এ বার আর ভার্চুয়াল নয়। কলকাতায় এসে কংগ্রেসের প্রদেশ ও জেলা স্তরের নেতৃত্বের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন এআইসিসি-র পর্যবেক্ষক জিতিন প্রসাদ। পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পরে এটাই প্রথম জিতিনের কলকাতা সফর। বামেদের সঙ্গে আসন-ভাগের আলোচনা শুরু হওয়ার আগে দলের রাজ্য ও জেলা নেতৃত্বের মতামত এবং সংগঠনের হাল-হকিকত তিনি বোঝার চেষ্টা করবেন, এমনই মনে করছে কংগ্রেস শিবির।

কংগ্রেস সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের সব কমিটি ও নেতাদের সঙ্গে বৈঠক করবেন জিতিন। উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলে দলের একটি কর্মসূচিতে ঘুরে এসে ফের আলোচনায় বসবেন প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে। পর দিন, ১৮ তারিখ তাঁর বৈঠক রয়েছে সব জেলা সভাপতি এবং যুব, ছাত্র, মহিলা-সহ শাখা সংগঠনগুলির সঙ্গে। আত্মীয়তার সূত্রে জিতিনের যোগ রয়েছে ঠাকুর পরিবারের সঙ্গে। এ বার কলকাতায় এসে জোড়াসাঁকোয় যাওয়ার কর্মসূচিও রয়েছে তাঁর। প্রদেশ কংগ্রেসের এক নেতার বক্তব্য, ‘‘বাংলায় বামেদের সঙ্গে জোট করেই যে এগোতে হবে, সেই বিষয়ে আমরা রাহুল গাঁধীর কাছে একসুরেই মত জানিয়েছি। তার পরে এআইসিসি আনুষ্ঠানিক ভাবে কিছু আমাদের জানায়নি। এআইসিসি-র পর্যবেক্ষক এসে কথা বললে আশা করা যায়, বাকি প্রক্রিয়া গতি পাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AICC Congress Jitin Prasada
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE