চিকিৎসকদের চলমান আন্দোলন ও নাগরিক প্রতিবাদের আবহে আপাতত বড় সমাবেশের পথে যাচ্ছে না সিপিএমের মহিলা সংগঠন। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, পুজোর পরেই আর জি কর-কাণ্ড এবং রাজ্যের অন্যত্র মহিলাদের উপরে নির্যাতনের ঘটনাকে সামনে রেখে সমাবেশ করবে গণতান্ত্রিক মহিলা সমিতি। কিন্তু সংগঠন সূত্রের বক্তব্য, জুনিয়র চিকিৎসকদের অনশন-অবস্থানে সংহতি জানাতে শামিল হচ্ছেন মহিলা সমিতির বহু কর্মী-সমর্থক। জেলায় জেলায় এরিয়া কমিটি স্তরে সিপিএমের সম্মেলন-পর্বও শুরু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এখনই বড় সমাবেশ করা হচ্ছে না।
তবে চলতি সপ্তাহের শেষ দিকে কলকাতায় আসতে পারেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। আর জি কর-কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তিনি সরব হয়েছেন। সূত্রের খবর, চিকিৎসকদের আন্দোলন এবং নাগরিক সমাজের প্রতিবাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও দলীয় স্তরে খোঁজখবর নিয়েছেন বৃন্দা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)