Advertisement
E-Paper

শহরের রঙের সঙ্গেই মিলবে এ বার সরকারি পরিবহণের রং, কলকাতায় চলাচল করা বাস-ট্রাম হবে নীল-সাদা

আগামী কয়েক মাসের মধ্যে কলকাতা শহরে চলাচল করা সমস্ত সরকারি বাস এবং ট্রামকে নীল-সাদা রং দিয়ে সাজিয়ে তোলা হবে। পুজোর আগেই যাতে সরকারি পরিবহণে সেই রঙের ছোঁয়া দেখতে পাওয়া যায় সেই উদ্যোগ শুরু হয়েছে দফতরের অন্দরে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ ১২:৫৩
All government bus trams plying in Kolkata will be blue and white in colour

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

২০১১ সালে ক্ষমতায় আসার পরেই কলকাতা শহর তথা রাজ্যকে নীল-সাদা রং দিয়ে সাজিয়ে তোলার কাজ শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই ছোঁয়া লাগতে চলেছে শহরের পরিবহণ পরিষেবায়। দফতর সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যে কলকাতা শহরে চলাচল করা সমস্ত বাস এবং ট্রামকে নীল-সাদা রং দিয়ে সাজিয়ে তোলা হবে। পুজোর আগেই যাতে সরকারি পরিবহণে সেই রঙের ছোঁয়া দেখতে পাওয়া যায় সেই উদ্যোগ শুরু হয়েছে দফতরের অন্দরে। আপাতত স্থির হয়েছে ৭৭৫ টি সরকারি বাস এবং ৬৫টি ট্রামে নতুন রঙের প্রলেপ পড়বে। এই বিষয়ে অনুমতি পেতে অর্থ দফতরে ফাইল পাঠানো হয়েছিল। সম্প্রতি সেই ফাইলে অনুমোদন মিলেছে অর্থ দফতরের। তাই এই সংক্রান্ত বিষয়ে দ্রুত অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই পরিবহণ দফতর সূত্রে খবর।

নতুন এই উদ্যোগে বাস এবং ট্রাম ভাল ভাবে মেরামত করাও সম্ভব হবে বলে জানিয়েছেন পরিবহণ দফতরের এক কর্তা। বাস এবং ট্রামের নষ্ট হয়ে যাওয়া কলেবরকে মেরামত করে নতুন রূপ দেওয়া হবে। বাসের হাতল বদলানো, ভাঙা সিট পরিবর্তন করা-সহ নানা রকম নতুন বিষয় দিয়ে সাজানো হবে এই বাস এবং ট্রামগুলিকে। পরিবহণ দফতরের সূত্র জানাচ্ছে, এই কাজ করতে মোট খরচ হবে ৪ কোটি ৪০ লক্ষ টাকা। ৭৭৫টি বাসকে নতুন করে সাজিয়ে তুলতে খরচ হবে মোট ৪ কোটি টাকা। আর ট্রামের ক্ষেত্রে সেই খরচের পরিমাণ হবে ৪০ লক্ষ। নীল-সাদা রঙের সঙ্গে বেশ কিছু নকশাও রাখা হবে বাস এবং ট্রামের গায়ে। সেই নকশাও অনুমোদন পেয়েছে নবান্নের। কী পদ্ধতিতে নতুন এই বাসগুলিকে সাজিয়ে তোলা হবে সে বিষয়েও পরিকল্পনা তৈরি পরিবহণ দফতরের। ১০ শতাংশ বাস ডিপোয় রিজ়ার্ভ হিসাবে রেখে পরিবহণ পরিষেবা চালানো হয় শহর কলকাতায়। বাসগুলি রিজ়ার্ভে থাকাকালীন মেরামতির পাশাপাশি, নীল-সাদা রং করা হবে।

পরিবহণ দফতরের এক কর্তা জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই এসি, নন এসি বাস-সহ এক কামরা এবং দু’কামরার ট্রামগুলিকে নীল-সাদা রং করে রাস্তায় নামানো হবে। পরিবহন দফতরের লক্ষ্য, আগামী শীতের মরসুম শুরুর আগেই শহরের সরকারি পরিবহণ পরিষেবাকে নীল-সাদা রঙে সাজিয়ে তোলা। তাদের মতে, শহরের পরিবহণ পরিষেবাকে এ ভাবে সাজিয়ে তুললে বাইরে থেকে আগত পর্যটকদের কাছে তা অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

Bus Buses Government bus Tram Mamata Banerjee State Government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy