Advertisement
২০ এপ্রিল ২০২৪
Amit Shah

৩৫৬ ধারা? তৃণমূলের তো এপ্রিলেই শেষ: অমিত

৩৫৬ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে বিজেপির বিভিন্ন মহল থেকে দিল্লিতে দরবার শুরু হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি পিটিআই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ০৪:২৬
Share: Save:

রাজ্য সরকার ফেলে দিয়ে ৩৫৬ ধারা জারির বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে খুব উৎসাহী নন, এ বার রাজ্যে এসে বৃহস্পতিবারই তা দলীয় নেতাদের কাছে বুঝিয়ে দিয়েছিলেন তিনি। শুক্রবার সাংবাদিক বৈঠকে আরও এক ধাপ এগিয়ে তাঁর অর্থবহ মন্তব্য, ‘‘রাজ্যে এপ্রিল মাসে তো এমনিতেই সরকার বদলে যাবে। আর এর হয়তো দরকারই পড়বে না।’’

৩৫৬ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে বিজেপির বিভিন্ন মহল থেকে দিল্লিতে দরবার শুরু হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড়ও রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে বলে ক্রমাগত অভিযোগ জানাচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নে শাহ বলেন, ‘‘এটা সাংবাদিকদের কাছে বলার বিষয় নয়। সাংবিধানিক বিষয়। রাজ্যপালের রিপোর্টের উপর এটা নির্ভর করবে।’’ তাঁর সংযোজন, রাজ্যে এমনিতেই সরকার বদল আসন্ন। তবে রাজ্যের বিরুদ্ধে রাজ্যপাল ধারাবাহিক ভাবে যে সব অভিযোগ করে যাচ্ছেন, তাকেই সমর্থন করে শাহের অভিযোগ, ‘‘রাজ্য তিন রকম আইন চলছে। একটি ভাইপোর জন্য, একটি ভোটব্যাঙ্কের (সংখ্যালঘু) জন্য আর একটি সাধারণ মানুষের জন্য।’’ এ ছাড়া, আইনশৃঙ্খলা থেকে নারী নির্যাতন, প্রশাসনের রাজনীতিকরণ, রাজনৈতিক খুন, দুর্বৃত্তায়ন ইত্যাদি অভিযোগেও রাজ্যে নির্বাচনে হিংসার আশঙ্কা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে শাহ বলেন, ‘‘তা নির্ভর করবে তৃণমূলের উপর। বিজেপি প্রতি বুথে পৌঁছে গিয়েছে। মানুষ যাতে ঠিক মতো ভোট দিতে পারেন তা বিজেপি কর্মীরা নিশ্চিত করবেন। নির্বাচন কমিশন সুষ্ঠু এবং অবাধ ভোট করবে।’’ এ দিন শাহর কাছে ব্যারাকপুরের নিহত বিজেপি নেতা মণীশ শুক্লর বাবা ছেলের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানান।

এ দিন দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দেওয়ার পরে শাহ যান দক্ষিণ কলকাতায় উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীর বাড়িতে। সেখানে গান-বাজনাও হয়। অজয়বাবুর বক্তব্য, ‘‘আমার একটাই পার্টি। মিউজ়িক পার্টি। ’’

আরও পড়ুন: মমতাই ফিরবেন, হোম মিনিস্টার একটুও হোমওয়ার্ক করে আসেননি: তৃণমূল

আরও পড়ুন: সৌরভ বা শুভেন্দু? পদ্মের মুখ নিয়ে রহস্য বাড়ালেন অমিত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah BJP Article 356 TMC Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE