মেদিনীপুরের কলেজ ময়দানে জনসভায় যোগ দেওয়ার আগে শনিবার কলকাতায় একাধিক কর্মসূচি সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে নিউটাউনের হোটেলেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)এ- কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। হোটেল থেকে বেরিয়ে যান বিবেকানন্দের পৈতৃক বাড়িতেও। সেখান থেকে রওনা দেন দমদম বিমানবন্দরের উদ্দেশে।
শনিবার সকাল সাড়ে নটা নাগাদ এনআইএ-এর কর্তাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সংক্ষিপ্ত বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছন সিমলা স্ট্রিটে বিবেকানন্দের পৈতৃক বাড়িতে। সেখানে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের অমিত বলেন, ‘‘বিবেকানন্দের এই পুণ্যভূমিতে আসতে পেরে আমি গর্বিত। তিনি অধ্যাত্মিকতা এবং আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছিলেন। বিবেকানন্দ বলেছিলেন সব দেবদেবী ভুলে ভারতমাতার আরাধনা করতে হবে। সেই বক্তব্যের ঠিক ৫০ বছর পরেই ভারত স্বাধীনতা পায়।’’