এপ্রিল মাসে বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপিকে বুথ স্তর পর্যন্ত বিস্তারক অভিযান করার নির্দেশ দিয়ে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু সেই অভিযান আশানুরূপ হয়নি বলে দলেরই একাংশের বক্তব্য। এমনকী, এ বিষয়ে অমিতকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তার বাস্তবতা নিয়েও দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। এ বারের তিন দিনের কলকাতা সফরে অমিত সেই রিপোর্ট নিয়ে চেপে ধরলে কী হবে, তা নিয়ে ভয়ে কাঁটা হয়ে আছে রাজ্য বিজেপি।
আরও পড়ুন: সবাই এলে তৃণমূলই উঠে যাবে: দিলীপ
অমিত কলকাতায় পৌঁছেছেন রবিবার রাতে। বিজেপি-র মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী-সহ মোর্চার কর্মীরা লাল পাড় সাদা শাড়ি পরে শাঁখ বাজিয়ে ফুল দিয়ে অমিতকে অভ্যর্থনা জানান কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে যান অমিত। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ তম বছর উপলক্ষে রবিবার এবং আজ, সোমবার রাজ্য জুড়ে নানা কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। অমিতও আজ সকালে উত্তর কলকাতার সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়ি গিয়ে তাঁর মূর্তিতে মালা দেবেন। পোর্ট ট্রাস্টের গেস্ট হাউস থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত অমিতের যাত্রায় মোটরবাইক নিয়ে কর্ডন করে যাবেন বিজেপি-র কর্মীরা। তাঁদের পরনে থাকবে সাদা পোশাক। বিবেকানন্দের বাড়ি থেকে আইসিসিআর-এ গিয়ে রাত পর্যন্ত একের পর এক দলীয় বৈঠক করবেন অমিত। দুপুরে দলের সাংসদ এবং বিধায়কদের সঙ্গে খাওয়ার কথা তাঁর।