বছরে এই একটা পুজোতেই তিনি নির্জলা উপোস করেন। সারা দিন-রাত কেটে যায় প্রস্তুতি ও আরাধনায়। কিন্তু, তাঁর নাম যখন অনুব্রত মণ্ডল, তিনি এমন দিনেও রাজনীতি থেকে দূরে থাকেন কী করে! অতএব, কালীপুজোয় মায়ের কাছে তাঁর প্রার্থনা, বিয়াল্লিশে বিয়াল্লিশ!
লোকসভা ভোটে এ রাজ্যের ৪২টি আসনই যেন তৃণমূলের হাতে আসে, কালীর কাছে এটাই কামনা বীরভূম জেলা তৃণমূলের সভাপতির। একই সঙ্গে ‘গুড়-বাতাসা’ ছেড়ে এ বার বিরোধীদের জন্য তিনি ‘রাজভোগ’ দাওয়াইয়ের নিদান দিয়েছেন। মঙ্গলবার বোলপুরে তৃণমূলের নবনির্মিত জেলা অফিসে কালী-প্রতিমায় সোনার সাজ পরানোর পরে তাঁর মন্তব্য, ‘‘মা-ই তো বলেছেন, পাঁচন দিয়ে উর্বর জমি করতে। রাজভোগ খাওয়াতে। মায়ের কথা কি অমান্য করা যায়!’’ গোটা রাজ্যের মতো বীরভূমেও এখন তৃণমূলের মূল প্রতিপক্ষ বিজেপি। অনুব্রতের বক্তব্য, ‘‘আমি মায়ের কাছে বলব, রাজ্যকে ভাল রাখো। হানাহানি বন্ধ করো আর অচ্ছে দিনওয়ালাকে শেষ করো!’’
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ১৯৮৮ সাল থেকে জেলা অফিসে পুজো হয়ে আসছে। নিয়মকানুন অবশ্য জেলা সভাপতির বাড়ির মতোই। এ দিন নিজে হাতেই প্রতিমাকে সোনার মুকুট, হাতের বালা, বাউটি, চূড়, বাজুবন্ধ, নেকলেস পরিয়েছেন তিনি। দলীয় সূত্রে খবর, সব মিলিয়ে ১৮০ ভরি সোনার গয়না পরানো হয়েছে।