রাজভবনের অনুমোদন না-মেলায় রাজ্যের প্রশাসনিক ট্রাইব্যুনালে (স্যাট) বিচারবিভাগীয় এবং প্রশাসনিক সদস্য নিয়োগ আটকে আছে বলে দাবি করল রাজ্য। স্যাট-এ শূন্য পদ পূরণের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল বামপন্থী আইনজীবী সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন। সেই মামলায় সোমবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে রাজ্যের কৌঁসুলি বিশ্বব্রত বসুমল্লিক জানান, সম্প্রতি দু’জন বিচারবিভাগীয় সদস্য এবং এক জন প্রশাসনিক সদস্যকে নিয়োগের সুপারিশ করে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি। তার পরিপ্রেক্ষিতে রাজ্যপালের অনুমোদন চেয়ে চিঠি পাঠায় অর্থ দফতর। সেই চিঠির এখনও কোনও উত্তর দেয়নি রাজ্যপালের সচিবালয়।
এ দিন বিচারপতি সিংহের নির্দেশ, রাজ্যের ওই সুপারিশের ভিত্তিতে নিজেদের মতামত জানাবে রাজ্যপালের সচিবালয়। আদালতের এই নির্দেশ রাজভবনকে জানাবেন হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল। বিচারপতি সিংহের মন্তব্য, “আদালত আশা করে, দ্রুত এই বিষয়ে সদর্থক ভূমিকা পালন করবে রাজ্যপালের সচিবালয়।” ৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
এ দিন মামলাকারী সংগঠনের আইনজীবী শামিম আহমেদ কোর্টে জানান, রাজ্যের ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, ন’জন সদস্য থাকার নিয়ম। কিন্তু বর্তমানে এক জন সদস্য আছেন এবং তিনি একাই সব দায়িত্ব সামলাচ্ছেন। রাজ্য সরকারি কর্মীদের চাকরি সংক্রান্ত মামলা স্যাট-এ হয়। তাই চাকরি সংক্রান্ত মামলার ক্ষেত্রে হাই কোর্টের উপর চাপ কমাতে এবং বিচার প্রক্রিয়াকে সুষ্ঠু ভাবে চালাতে ট্রাইব্যুনালে দ্রুত নিয়োগের প্রয়োজন। প্রসঙ্গত, আইনজীবীদের একাংশের দাবি, পর্যাপ্ত সদস্য না-থাকায় স্যাট-এ বহু মামলার নিষ্পত্তি হতে দেরি হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)