কয়লা ও গরু পাচার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত, প্রাক্তন তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে হুলিয়া জারি করে আসানসোল বিশেষ আদালতে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিলেন বিচারক।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, আসানসোল বিশেষ আদালতের বিচারক ফেরার বিনয় মিশ্রকে আত্মসমর্পণ করার জন্য সম্প্রতি ওই নির্দেশ দিয়েছেন। যার প্রেক্ষিতে রবিবার কিছু সংবাদমাধ্যমে বিজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে। আগামী ২০ জুনের মধ্যে ফেরার বিনয়কে আসানসোল বিশেষ আদালতে আত্মসমর্পণ করার জন্য সময়সীমা দিয়ে নোটিস জারি করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।
সিবিআইয়ের তদন্তকারীদের দাবি, কয়লা ও গরু পাচারের তদন্ত শুরু করার পরেই বিনয় দুবাইয়ে গিয়ে আশ্রয় নেন। এর পর প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র ভানাটুতে গিয়ে আত্মগোপন করেন। পরে ওই ভানাটুর নাগরিকত্ব নিয়ে সেখানেই পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন বিনয়। ওই দ্বীপরাষ্ট্রের একটি অংশ বিনয় কিনে নিয়েছেন বলেও নাকি তদন্তে উঠে এসেছে। প্রায় বছর দেড়েক আগে ওই দ্বীপরাষ্ট্রের ভারতীয় দূতাবাসে তাঁর ভারতীয় পাসপোর্ট জমা দিয়ে লিখিত আবেদন করে বিনয় জানিয়ে দেন, বর্তমানে তিনি ভানাটুর নাগরিক। তাঁর ভারতীয় পাসপোর্ট বাতিল করা হোক।