Advertisement
০৮ মে ২০২৪
AITC

Tripua TMC: দেবীপক্ষের শুরুতেই ত্রিপুরার বিজেপি বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূলে

মঙ্গলবার সকালেই গেরুয়া শিবিরের বিজেপি বিধায়ক আশিস দাস কলকাতায় পা রেখেছেন। বিকেলে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন।

সুরমার বিজেপি বিধায়ক আশিস দাস।

সুরমার বিজেপি বিধায়ক আশিস দাস। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১৩:৩৯
Share: Save:

তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার বিজেপি বিধায়ক। তৃণমূল সূত্রে খবর, বুধবার দেবীপক্ষের শুরুতেই মহালয়ার দিনেই সুরমার বিজেপি বিধায়ক যোগ দিতে পারেন বাংলার শাসকদলে। মঙ্গলবার সকালেই গেরুয়া শিবিরের বিজেপি বিধায়ক আশিস দাস কলকাতায় পা রেখেছেন। বিকেলে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন। নিজের যোগদান নিয়ে স্পষ্ট কিছু বলতে না চাইলেও, বিধায়ক আশিস জানিয়েছেন, মা কালীর মন্দিরে পুজো দিয়ে নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে কোনও বড় সিদ্ধান্ত নিতে চান। তবে রাজনীতির কারবারিরা, তাঁর কালীঘাটে পুজো দেওয়াকেই দলবদলের ইঙ্গিত হিসেবে ধরছেন।

ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি আশিসলাল সিংহ বলেন, ‘‘বুধবার কলকাতাতেই বিধায়ক আশিস দাস-সহ বিজেপি-র বেশকিছু নেতা তৃণমূলে যোগ দেবেন।’’ এতকাল বাংলার রাজনীতিতে যুক্ত অন্য দলের বিধায়করা তৃণমূলে যোগ দিতেন। এই প্রথমবার বাংলার বাইরের কোনও রাজ্যের বিধায়ক বিজেপি ছে়ড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লেখাতে পারেন। উল্লেখ্য, বাংলায় ইতিমধ্যে চারজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। সূত্রের খবর, মঙ্গলবার কলকাতায় এসে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের তৃণমূল ভবনের কাছেই এক অস্থায়ী দলীয় কার্যালয়ে তৃণমূলের এক প্রবীণ রাজ্যসভার সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আশিস। গেরুয়া শিবিরের এই বিধায়ক ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবেই পরিচিত। ত্রিপুরার রাজনীতিতে বিপ্লব বিরোধী সুদীপ রায় বর্মনের অনুগামী তিনি। দীর্ঘদিন দলের সঙ্গে বনিবনা না হওয়ায় এ বার বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিতে পারেন বিধায়ক আশিস।


প্রসঙ্গত, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃতীয়বার ক্ষমতা দখলের পরেই ভিন রাজ্যে নজর দিতে শুরু করেছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ত্রিপুরা নিয়ে যথেষ্ট আগ্রহ দেখাতেই সেখানে সংগঠন বৃদ্ধি হয়েছে তৃণমূলে। আর এ বার সরাসরি বিজেপি পরিষদীয় দলে ভাঙন ধরাতে সক্ষম হয়েছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AITC TMC Tripura Assembly Tripura
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE