Advertisement
১৯ এপ্রিল ২০২৪

যাদবপুরে তিন পদে এক জনই

যাদবপুরে আগে এক জন সহ-উপাচার্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্ৰশাসনিক কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার কিছু দিন আগে আরও একটি সহ-উপাচার্য পদ সৃষ্টি করেছে। সেই পদে এসেছেন প্রদীপবাবু। কিন্তু রেজিস্ট্রারের দায়িত্বও তাঁর কাঁধেই ন্যস্ত আছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ০৪:০৮
Share: Save:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অসুখ থেকে যাদবপুরও মু্ক্ত থাকতে পারল না! যাদবপুর বিশ্ববিদ্যালয়েও এক ব্যক্তি এখন একাধিক পদের দায়িত্বে। যেমন সহ-উপাচার্য একই সঙ্গে তিনটি পদের দায়িত্ব সামলাচ্ছেন।

রেজিস্ট্রারের পদ থেকে লিয়েন নিয়ে প্রদীপকুমার ঘোষ গত সপ্তাহেই নতুন সহ-উপাচার্যের পদে যোগ দিয়েছেন। কিন্তু বাড়তি দায়িত্ব হিসেবে তাঁকে রেজিস্ট্রারের কাজকর্মও দেখতে হচ্ছে। সেই সঙ্গে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার পদের দায়দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের অন্দরে প্রশ্ন উঠছে, তিনটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব এক জনকে দেওয়া কতটা যুক্তিযুক্ত?

যাদবপুরে আগে এক জন সহ-উপাচার্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্ৰশাসনিক কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার কিছু দিন আগে আরও একটি সহ-উপাচার্য পদ সৃষ্টি করেছে। সেই পদে এসেছেন প্রদীপবাবু। কিন্তু রেজিস্ট্রারের দায়িত্বও তাঁর কাঁধেই ন্যস্ত আছে। আর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার পদের দায়িত্বও তিনি সামলে চলেছেন প্রায় এক বছর ধরে। গত বছর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার পদ ফাঁকা হয়ে গেলেও এখনও সেই পদে যোগ্য কাউকে পাওয়া যায়নি।

একই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে সম্প্রতি এই বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিছু কিছু ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু দেশের প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে থাকা যাদবপুরে তিন পদে এক ব্যক্তি থাকা কতটা সমীচীন? উপাচার্য সুরঞ্জন দাসের দাবি, সমস্যা হওয়ার কথা নয়। কারণ সহ-উপাচার্য আছেন আরও এক জন। আর ইঞ্জিনিয়ার পদে স্থায়ী ভাবে এখনও কাউকে নিয়োগ করা না-হলেও ওই বিভাগে বিভিন্ন কমিটি গড়ে দেওয়া হয়েছে। ‘‘খালি পদে দ্রুত নিয়োগের চেষ্টা করা হচ্ছে,’’ বৃহস্পতিবার বলেন উপাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE