Advertisement
E-Paper

এক জানলা ব্যবস্থা, পাশ আইন

একই সঙ্গে অনলাইনে দ্রুত যাতে আবেদন প্রক্রিয়া সেরে ফেলা যায় ও আবেদন জমা দেওয়ার পরে তার অগ্রগতি এসএমএস বা ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়ারও ব্যবস্থা থাকবে বলে বিলে বলা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ০৯:২০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

লগ্নিকারীদের বিভিন্ন ছাড়পত্র দিতে রাজ্যে এক জানালা পদ্ধতি ছিলই। এ বার সেই সংক্রান্ত বিভিন্ন ছাড়পত্রগুলিতে বিধিবদ্ধ ব্যবস্থার মধ্যে আনতে আইন পাশ করল শিল্প দফতর। যে আইন মাফিক অর্থ, ভূমি, আইন, বিদ্যুৎ, পূর্ত, নগরোন্নয়ন, অগ্নি নির্বাপণের মতো দফতরও যাতে নিজেদের মধ্যে সমন্বয় রেখে সময় মেনে পরিষেবা দিতে পারে তা নিশ্চিত করা হয়েছে। নজরদারির জন্য শিল্পসচিবের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। বিধানসভায় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল সিঙ্গল উইন্ডো সিস্টেম (ম্যানেজমেন্ট, কন্ট্রোল অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস) বিল, ২০১৭’ পাশ করিয়ে ওই কমিটির কথা ঘোষণা করেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। বিনিয়োগের আবেদন নিয়ে যাতে জটিলতা এড়ানো যায়, সে জন্যই এক জানলা ব্যবস্থায় নজরদারির ব্যবস্থা হচ্ছে। একই সঙ্গে অনলাইনে দ্রুত যাতে আবেদন প্রক্রিয়া সেরে ফেলা যায় ও আবেদন জমা দেওয়ার পরে তার অগ্রগতি এসএমএস বা ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়ারও ব্যবস্থা থাকবে বলে বিলে বলা হয়েছে। এই বিল পাশ হওয়ার মাসখানেকের মধ্যেই নতুন পদ্ধতিতে কাজ শুরু করা যাবে বলে শিল্প দফতরের কর্তাদের আশা।

Single window system Investment এক জানালা পদ্ধতি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy