চিন-সহ নোভেল করোনাভাইরাসের প্রকোপে পড়া বিভিন্ন দেশ থেকে প্রধানত বিমানেই ফিরে আসছেন বহু মানুষ। ওই মারণ রোগের আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, শুক্রবার সকাল থেকে কলকাতা বিমানবন্দরে মদ্যপান পরীক্ষা বা ব্রেথ অ্যানালিসিস বন্ধ করে দিয়েছেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) অফিসারেরা।
কলকাতায় এটিসি-র দায়িত্বে থাকা জেনারেল ম্যানেজার আরএস লাহোরিয়া এই পরীক্ষা বন্ধ রাখার অনুরোধ করে মেল করেন ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-কে। পরিস্থিতির কথা বিবেচনা করে আপাতত কিছু দিনের জন্য এই পরীক্ষা স্থগিত রাখা যায় কি না, তা জানতে চান তিনি।
করোনা-আতঙ্কে কেরলের চারটি বিমানবন্দরে ইতিমধ্যেই এই ব্রেথ অ্যানালিসিস পরীক্ষা বন্ধ করা আছে। যাঁদের এই পরীক্ষা নেওয়া সব চেয়ে জরুরি, কেরলের চারটি বিমানবন্দরে সেই পাইলট, বিমানসেবিকাদেরও পরীক্ষা বন্ধ করে বলা হয়েছে, গন্তব্যে পৌঁছে ওই পরীক্ষা দিতে হবে তাঁদের। এই সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ-ই। কিন্তু কলকাতার ছবিটা আলাদা।