Advertisement
০৮ মে ২০২৪
Babul Supriyo

Babul Supriyo: দিলীপ অপসারণ নিয়ে বিশদে না গেলেও মৃদু খোঁচা দিতে ছাড়লেন না সদ্য পদ্ম-ত্যাগী বাবুল

দিলীপ ঘোষকে আগেও কটাক্ষ ছুড়েছিলেন। বিজেপি-র রাজ্য সভাপতি পদ থেকে দিলীপের অপসারণের পর ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে বিশদে মন্তব্য করেননি বাবুল।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৯
Share: Save:

২৪ ঘণ্টাও হয়নি আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের সাংবাদিক বৈঠকেও কটাক্ষ ছুড়েছিলেন তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এ বার সভাপতি পদ থেকে দিলীপকে সরিয়ে দেওয়ার পর বিশদে নয়, মৃদু খোঁচা দিলেন বাবুল সুপ্রিয়। লিখলেন, ‘বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তাই আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে মজা করে এটুকু বলতে পারি, আমার দেওয়া বর্ণপরিচয়টা দিলীপ ঘোষের কাজে লাগবে। কারণ উনি সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়ে যে টুইট করেছেন সেখানেও ভুল বাংলা লিখেছেন।’

দিলীপের বাংলা নিয়ে মৃদু খোঁচা দিলেও তাঁর ভবিষ্যৎ জীবনের শুভকামনা করেছেন বাবুল। পরে অবশ্য টুইটারে দিলীপের টুইটটি সংশোধিত ভাবে দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babul Supriyo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE