আফগানিস্তানে তালিবান-উত্থানে উল্লসিত হয়ে চেন্নাইয়ে গোলমাল পাকানোর চেষ্টায় ছিল কয়েকজন বাংলাদেশি যুবকের। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে তাদেরই মূল চক্রী ধরা পড়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এএনআই, পুলিশ ও বিএসএফের।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গির বিশ্বাস নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। বসিরহাট থানায় আনা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। জাহাঙ্গিরকে জেরা করতে শুক্রবারেই বসিরহাটে আসে এনআইএ-র তিনজন তদন্তকারীর একটি দল।
পুলিশের দাবি, প্রাথমিক জেরায় জানা গিয়েছে, বছর আঠাশের জাহাঙ্গিরের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার নলড়া গ্রামে। আট বছর আগে চোরাপথে ঘোজাডাঙা সীমান্ত দিয়ে এ দেশে ঢুকেছিল সে। চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করত।