পুজোর মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে রাজ্যে। দুর্গাপুজো, ইদের মতো উৎসব ছাড়াও সপ্তাহান্তের ছুটিও রয়েছে। উৎসবের মরসুমে সব মিলিয়ে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ঘোষিত তালিকা অনুযায়ী অক্টোবর মাসে সাত দিন ছুটি রয়েছে রাজ্যে। এ ছাড়া সপ্তাহ শেষের আরও সাত দিন ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা।