Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bhatar

ভাতারে তৃণমূল বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলেন ১৫০ ঘরছাড়া বিজেপি কর্মী

রবিবার মোহনপুর, হরিবাটি, চাঁদাই, কামারপাড়া এলাকার বিজেপি কর্মীরা বাড়ি ফেরেন।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ভাতার শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১৮:২৩
Share: Save:

পূর্ব বর্ধমান জেলার ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে ঘরে ফিরলেন ১৫০ জন ঘরছাড়া বিজেপি কর্মী। ঘরছাড়া বিজেপি কর্মীদের উদ্যোগ নিয়ে ঘরে ফেরাবেন বলে প্রশাসনকে কথা দিয়েছিলেন বিধায়ক। এর আগে ২৫টি ঘরছাড়া বিজেপি পরিবারকে ঘরে ফেরান তিনি।

সম্প্রতি বিধায়ক খবর পান, ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৫০ জন বিজেপি কর্মী ঘরছাড়া হয়ে রয়েছেন। এর পর সেই ঘরছাড়া বিজেপি কর্মীদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। রবিবার মোহনপুর, হরিবাটি, চাঁদাই, কামারপাড়া এলাকার বিজেপি কর্মীরা বাড়ি ফেরেন। বিজেপি কর্মী কুণাল ঘোষ ও রমেশ দাস বলেন, ‘‘আমরা ভোটের ফল প্রকাশের পরই ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাই। আমাদের তৃণমূল মারধর করেনি। এর পর গতকাল ফোনে আমাদের সঙ্গে তৃণমূলের নেতৃত্ব যোগাযোগ করেন বাড়ি ফেরানোর জন্য। আজ বিধায়ক ও পুলিশের উদ্যোগে আমরা বাড়ি ফিরলাম।’’

বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, ‘‘যে সমস্ত মানুষজন গ্রামছাড়া হয়ে রয়েছেন, তাঁদের বাড়ি ফেরাতে হবে। আমি সেই চেষ্টাই করছি। বনপাস গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১৫০ জন গ্রামে ফিরলেন।’’ এই বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি প্রবাল রায় বলেন, ‘‘এক মাস ধরে বিজেপি কর্মীরা ঘরছাড়া হয়ে আছেন। বাড়িতে গেলে মারধর করা হচ্ছে। কোথাও আবার মোটা টাকা জরিমানা করা হচ্ছে। তৃণমূলের নেতারা টাকা নিয়ে বাড়িতে ঢুকতে দিচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Bhatar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE