Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Fraudulent

Human Rights commission: মানবাধিকার কমিশনের ‘ভুয়ো’ সদস্য সন্দেহে কালনায় আটক ৩

শুক্রবার দুপুরে  কালনার ডাঙাপাড়া এলাকায় একটি হোটেলের সামনে দাঁড়ায় সাদা রঙের দামি একটি গাড়ি।

এই গাড়িটি এবং তিন আরোহীকে আটক করেছে পুলিশ।

এই গাড়িটি এবং তিন আরোহীকে আটক করেছে পুলিশ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ০২:১০
Share: Save:

রাজ্য পুলিশের জালে ইতিমধ্যেই ধরা পড়েছে ভুয়ো সিবিআই,আইপিএস অফিসার এবং আইনজীবী। এ বার জাতীয় মানবাধিকার কমিশনের ’ভুয়ো’ সদস্য সন্দেহে পূর্ব বর্ধমানের কালনা থেকে তিন জনকে আটক করল পুলিশ। জাতীয় মানবাধিকার কমিশনের প্লেট লাগানো একটি গাড়িকেও আটক করেছে তারা। ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের প্রকৃত পরিচয় জানার চেষ্টা করছে কালনা থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে কালনার ডাঙাপাড়া এলাকায় একটি হোটেলের সামনে দাঁড়ায় সাদা রঙের দামি একটি গাড়ি। ওই গাড়ি থেকে তিন জন নেমে হোটেলে ঢোকেন। স্থানীয় কয়েক জন লক্ষ্য করেন গাড়িটির সামনে নীল এবং লালচে রঙের একটি প্লেট লাগানো রয়েছে। সেই প্লেটে লেখা রয়েছে ‘ন্যাশনাল সেক্রেটারি ইউথ সেল, ন্যাশানাল হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ব্যুরো ইন্ডিয়া’। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। এর পরই কালনা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তার পরই ওই গাড়ি-সহ তিন জনকে আটক করে নিয়ে যায়।

কালনার এসডিপিও সপ্তর্ষী ভট্টাচার্য বলেন, “একটি গাড়ি-সহ তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Human Rights Commission Fraudulent
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE