তালা বন্ধ বাড়িতে দরজা-জানলা ভেঙে লুটপাটের অভিযোগ উঠল আসানসোলের মহিশীলায়। মঙ্গলবার ভোরে ঘটনার কথা জানাজনি হওয়ার পরে, এলাকায় যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় বহিরাগত ‘দুষ্কৃতী’দের আনাগোনা বেড়েছে। পুলিশ জানায়, বাড়িটি আপাতত ‘সিল’ করে তদন্ত শুরুকরা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক কল্যাণ সাহা সপরিবার সম্প্রতি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়খণ্ডের জামশেদপুরে গিয়েছেন। মঙ্গলবার ভোরে কয়েকজন পড়শি প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখেন, কল্যাণবাবুর বাড়ির দরজা হাট করে খোলা। একটি ভাঙা তালা মাটিতে পড়ে রয়েছে। এর পরেই পড়শিরা পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, বাড়িতে ঢুকে দেখা যায়, ভিতরে ঘরের সব দরজা, আলমারি ভাঙা। যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড করা হয়েছে। পড়শিরা জানান, বাড়ির মালিক কল্যাণবাবুকে ফোনে ঘটনার কথা জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দা অধীর দাস বলেন, ‘‘আমাদের দাবি, দ্রুত দুষ্কৃতীদের ধরা হোক। তবেই আমরা নিশ্চিন্ত হব।’’