কোনও আইনি কাগজপত্র ছাড়াই বসবাস করার অভিযোগে ২ জন বাংলাদেশের নাগরিক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। সেই সঙ্গে পুলিশের কাজে বাধা দান ও অন্যান্য অসামাজিক কাজ করার অভিযোগে আরও পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার অম্বুজা কলোনির ঘটনা।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রে মারফত খবর মেলে অম্বুজা কলোনির একটি বাড়িতে বেশ কয়েকজন যুবক ও মহিলা রয়েছেন। বাড়িতে ঢুকে সেখানে মহিলা ও যুবকদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথায় অসঙ্গতি লক্ষ্য করে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আফরোজা আখতার ও নূরজাহা আখতার নামে দুই বাংলাদেশের নাগরিক মহিলার কাছে কোনও বৈধ পাসপোর্ট বা ভিসা মেলেনি। পুলিশ জানিয়েছে, আফরোজা বাংলাদেশের কুমিল্লা ও নূরজাহা বরিশালের বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আফরোজার সঙ্গে ধৃত ৫ জন যুবকের সঙ্গে এক জনের বিয়ে হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু বিয়েরও কোনও সঠিক প্রমাণ বা নথিপত্র মেলেনি। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় নন্দা জানান, ওই দুই বাংলাদেশের মহিলা আগে দুর্গাপুরের একটি পানশালায় কাজ করতেন। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর বর্ধমানের একটি পানশালায় কাজ করতেন।
রবিবার ধৃতদের আদালতে তোলা হলে দুই মহিলার ৩ দিনের পুলিশি হেফাজত ও ৫ জন যুবকের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেওয়া হয়।