Advertisement
২০ মে ২০২৪

কাঁকসায় সিপিএম প্রার্থী তৃণমূলের প্রচার-মিছিলে

কাঁকসার সিপিএম নেতা বীরেশ্বর মণ্ডলের অভিযোগ, ‘‘মনোনয়ন জমা দেওয়ার পর থেকে হুমকি দেওয়া হচ্ছিল ওঁকে। আত্মীয়ের বাড়িতে গিয়ে লুকিয়ে ছিলেন ছবিদেবী। বাড়ি ফিরতেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’’

ছবি ওরাং। নিজস্ব চিত্র

ছবি ওরাং। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১০:৪৬
Share: Save:

তৃণমূলের প্রচার-মিছিলে হাঁটছেন সিপিএম প্রার্থী। বিজেপি জোর করে মনোনয়ন পেশ করিয়েছে, থানায় অভিযোগ করেছেন প্রার্থী। বিরোধীদের দাবি, এই সব ঘটনা থেকে পরিষ্কার, পঞ্চায়েত ভোটে কী ভাবে তাদের প্রার্থীদের উপরে ‘চাপ’ তৈরি করছে শাসক দল। তৃণমূলের অবশ্য পাল্টা দাবি, জোর করে যাঁদের মনোনয়ন জমা দিয়েছিল সিপিএম বা বিজেপি, তাঁরাই এখন বেঁকে বসছেন।

সোমবার দুর্গাপুরের মহকুমাশাসকের অফিসে পাণ্ডবেশ্বরের জেলা পরিষদের ৪ নম্বর আসনে মনোনয়ন জমা দিতে গেলে বিজেপি প্রার্থী সোনালি গিরিকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই খবর সংগ্রহে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন সাংবাদিকেরা। সেই সোনালিদেবীই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন, ২২ এপ্রিল বিজেপি-র লোকজন তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে মনোনয়ন জমা দিতে বলে। ২৩ এপ্রিল তাঁকে তুলে নিয়ে গিয়ে জোর করে মনোনয়ন পেশ করানো হয়। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং মনোনয়ন বাতিলের আর্জি জানিয়েছেন তিনি।

দুর্গাপুরের বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘সবাই সব দেখছেন। তৃণমূল যদি মনে করে এ ভাবেই রাজ্য চলবে, ভুল করছে।’’ মোবাইল বন্ধ থাকায় সোনালিদেবীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের হাজরাবেড়া গ্রাম থেকে সিপিএমের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন ছবি ওরাং। বুধবার সকালে দেখা যায়, তৃণমূলের পতাকা হাতে তৃণমূল প্রার্থী জরিনা খাতুনের সঙ্গে প্রচারে হাঁটছেন তিনি। কারণ কী? তাঁর জবাব, ‘‘আমার ইচ্ছে।’’ আশপাশে দাঁড়িয়ে তখন হাসছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। ছবিদেবীর ব্যাখ্যা, ‘‘গ্রামে অনেক উন্নয়ন হয়েছে। তাই ওদের সঙ্গে বেরিয়েছি। কেউ ভয় দেখিয়ে আনেনি।’’

সিপিএমের তরফে অবশ্য বিডিও-র কাছে অভিযোগ করা হয়েছে, সকাল ৯টা নাগাদ ছবিদেবী পার্টি অফিসে আসার পথে তৃণমূলের লোকজন তাঁকে তুলে নিয়ে গিয়ে নিজেদের প্রচারে সামিল করে। তার পর থেকে তাঁর আর খোঁজ মিলছে না। ছবিদেবীর নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে চিঠিতে। কাঁকসার সিপিএম নেতা বীরেশ্বর মণ্ডলের অভিযোগ, ‘‘মনোনয়ন জমা দেওয়ার পর থেকে হুমকি দেওয়া হচ্ছিল ওঁকে। আত্মীয়ের বাড়িতে গিয়ে লুকিয়ে ছিলেন ছবিদেবী। বাড়ি ফিরতেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’’

সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার অভিযোগ করেন, জেমুয়া পঞ্চায়েতের সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। তাঁর কথায়, ‘‘ওই যুবক মহকুমা হাসপাতালে ঠিকাকর্মীর কাজ করেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে হুমকি দিয়েছে, হয় কাজ ছাড়তে হবে, অথবা মনোনয়ন প্রত্যাহার করতে হবে।’’ পঙ্কজবাবুর দাবি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব আসন জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে শাসকদল। তাই এমন ছবি আরও সামনে আসবে।

বিরোধীদের এ সব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘ভুল বুঝিয়ে অনেককে মনোনয়ন পেশ করিয়েছে বিরোধীরা। এলাকায় উন্নয়নের স্বার্থে তাঁদের অনেকেই এখন আমাদের সঙ্গে থাকতে চাইছেন। আসলে মানুষের সঙ্গে কোনও যোগ নেই বিরোধীদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE