Advertisement
০৮ মে ২০২৪

মঙ্গলকোট অশান্ত করছে বিজেপি: মুকুল

মঙ্গলকোটে সিপিএমের এক সময়ের দাপুটে নেতা ডাবলু আনসারিকে দলে নিয়ে বিজেপি এলাকায় সন্ত্রাস ফেরাতে চাইছে বলে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তবে বিজেপি-র দাবি, ডাবলুকে দলে নেওয়া হয়নি। নেওয়া হবে কি না, সে সিদ্ধান্তও হয়নি। রবিবার মঙ্গলকোটের নতুনহাটে অজয় নদের চরে সভা করেছিল বিজেপি। সেখানে নানা দল থেকে অনেকে বিজেপি-তে যোগ দেন। ২৪ ঘণ্টার মধ্যে সেই নতুনহাটেই লালডাঙা মাঠে সভা করে তৃণমূল।

পাশাপাশি। মঙ্গলকোটে তৃণমূলের জনসভায় অনুব্রত মণ্ডল ও মুকুল রায়। সোমবার। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়

পাশাপাশি। মঙ্গলকোটে তৃণমূলের জনসভায় অনুব্রত মণ্ডল ও মুকুল রায়। সোমবার। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
মঙ্গলকোট শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ০৩:১৩
Share: Save:

মঙ্গলকোটে সিপিএমের এক সময়ের দাপুটে নেতা ডাবলু আনসারিকে দলে নিয়ে বিজেপি এলাকায় সন্ত্রাস ফেরাতে চাইছে বলে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তবে বিজেপি-র দাবি, ডাবলুকে দলে নেওয়া হয়নি। নেওয়া হবে কি না, সে সিদ্ধান্তও হয়নি।

রবিবার মঙ্গলকোটের নতুনহাটে অজয় নদের চরে সভা করেছিল বিজেপি। সেখানে নানা দল থেকে অনেকে বিজেপি-তে যোগ দেন। ২৪ ঘণ্টার মধ্যে সেই নতুনহাটেই লালডাঙা মাঠে সভা করে তৃণমূল। মুকুলবাবু ছাড়াও সেখানে ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি তথা দলের মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদে সভা হবে বলে তৃণমূলের তরফে জানানো হলেও মুকুলবাবু শুরু থেকেই এলাকায় বিজেপি সন্ত্রাস তৈরি করতে চাইছে অভিযোগে সরব হন। তাঁর মন্তব্য, “এখানে এক জন আছেন ডাবলু আনসারি। কে তিনি? ডাবলু আনসারির নেতৃত্বে মঙ্গলকোটে এক সময়ে ১১ জন মানুষ খুন হয়েছেন। তিনি বিজেপি-তে যোগ দিলেন। মনে রাখতে হবে, খুনির কোনও জাত নেই। মঙ্গলকোটে আজ যখন শান্তি প্রতিষ্ঠা হয়েছে, তখন তা বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে।”

সিপিএম আমলে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন ডাবলু আনসারি। তবে ব্লকের পাঁচটি পঞ্চায়েত এলাকাই তিনি নিয়ন্ত্রণ করতেন বলে স্থানীয় সূত্রে খবর। তাঁর বিরুদ্ধে একাধিক খুন, হামলা, ঘরছাড়া করার অভিযোগ ছিল। গত বিধানসভা ভোটের আগে পুলিশ তাঁকে ধরে। জামিনে ছাড়া পেলেও তিনি মঙ্গলকোটে ফিরতে পারেননি। কয়েকদিন আগে তিনি সিপিএমের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে দাবি করেছিলেন ডাবলু। এ দিন অবশ্য বহু চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ডাবলু তাদের দলে যোগ দিয়েছেন বলে মানেনি বিজেপি। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, “সিপিএম ছেড়ে আসা ওই নেতাকে দলে নেওয়া হবে কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bjp mukul roy mangalkot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE