Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বর্ধমানেই দলের সবচেয়ে ভাল ফল, দাবি দিলীপের

বিজেপি সবচেয়ে ভাল ফল করবে বর্ধমান জেলায়— দুর্গাপুরে দলীয় কর্মীদের নিয়ে ভোটগণনা সম্পর্কিত প্রশিক্ষণ শিবিরে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০১:০৫
Share: Save:

বিজেপি সবচেয়ে ভাল ফল করবে বর্ধমান জেলায়— দুর্গাপুরে দলীয় কর্মীদের নিয়ে ভোটগণনা সম্পর্কিত প্রশিক্ষণ শিবিরে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার ওই শিবিরে এসে তিনি বলেন, ‘‘আসানসোলে পাঁচটি আসন পাবে বিজেপি। এ ছাড়াও এই জেলার বাকি অংশে আমরা খাতা খুলব আশা করছি। রাজ্যে এ বার সরকার গঠনে নির্ণায়ক ভূমিকায় থাকব আমরা।’’

বিজেপি সূত্রের খবর, রাজ্যে এই প্রথম দলীয় কর্মীদের জন্য ভোটগণনা সম্পর্কিত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে দল। মঙ্গলবার কলকাতায় পাঁচটি জেলার কর্মীদের নিয়ে প্রথম শিবিরটি হয়। বুধবার দুর্গাপুরে ছিল বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও হুগলি জেলার এজেন্টদের নিয়ে শিবির হয়। ছিলেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সদস্য ওম পাঠক, সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহ, রাজ্য সভাপতি দিলীপবাবু, লকেট চট্টোপাধ্যায়েরা। দিলীপবাবুর দাবি, বর্ধমান জেলায় বিজেপির সাংসদ, মন্ত্রী রয়েছেন। লোকসভায় আসানসোলের ৫টি আসনে তাঁরা এগিয়ে ছিলেন। দুর্গাপুরেও ভাল ভোট পেয়েছিলেন। তিনি বলেন, ‘‘বিজেপি-র প্রতি এই জেলার মানুষের টান রয়েছে। তাই আমরা আশাবাদী।’’ রাজ্যে বিজেপির আসন সংখ্যা এ বার দুই অঙ্কে পৌঁছবে দাবি করেন তিনি বলেন, ‘‘আসন সংখ্যা এমন হবে যাতে এ বার রাজ্যে সরকার গঠনে বিজেপির নির্ণায়ক ভূমিকা থাকবে।’’

তৃণমূলের দুর্গাপুর জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘ভোটে লড়লেই যে কোনও দাবি করা উচিত নয়। অন্তত একটা বাস্তব ভিত্তি থাকা দরকার।’’ সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিকের বক্তব্য, ‘‘এ জেলায় বিজেপির আসন পাওয়ার তো কোনও সম্ভাবনা দেখছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 BJP Dilip Ghosh Bardhaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE