Advertisement
E-Paper

টুকরো খবর

পরীক্ষার ফল প্রকাশে অনিয়ম-সহ একাধিক অভিযোগে বিশ্ববিদালয় ও বিভিন্ন কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, আধিকারিক, কর্মচারীরা শুক্রবার আয়োজন করলেন ‘বিশ্ববিদ্যালয় বাঁচাও’ কনভেনশন। বর্ধমানের বিজয়তোরণ চত্বরে অনুষ্ঠিত ওই কনভেনশনে সাম্প্রতিক মার্কশিট বিভ্রাট-সহ বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই দায়ী করা হয়।

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৫ ০২:০০

ফলে ভুলের প্রতিবাদে কনভেনশন

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

পরীক্ষার ফল প্রকাশে অনিয়ম-সহ একাধিক অভিযোগে বিশ্ববিদালয় ও বিভিন্ন কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, আধিকারিক, কর্মচারীরা শুক্রবার আয়োজন করলেন ‘বিশ্ববিদ্যালয় বাঁচাও’ কনভেনশন। বর্ধমানের বিজয়তোরণ চত্বরে অনুষ্ঠিত ওই কনভেনশনে সাম্প্রতিক মার্কশিট বিভ্রাট-সহ বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই দায়ী করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তথা কলা বিভাগের প্রাক্তন ডিন অরূপ চট্টোপাধ্যায়ের অভিযোগ, “অভিজ্ঞ এজেন্সিকে বাদ দিয়ে অনভিজ্ঞ সংস্থাকে পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব দেওয়ার জন্যই এই বিপর্যয়।’’ আন্দোলনরত পড়ুয়াদের একাংশকে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে না দিয়ে কর্তৃপক্ষ গণতন্ত্রবিরোধী কাজ করেছে বলে অভিযোগ করেন অরূপবাবু। প্রাক্তন পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায়ের দাবি, “২০১৩ সালের পর থেকে স্নাতকস্তরে ফলাফল প্রকাশের নামে যা চলছে তা বড়মাপের কেলেঙ্কারিরই সামিল।’’ফল প্রকাশ নিয়ে উপাচার্য পড়ুয়াদের মধ্যে বিভাজন করতে চাইছেন বলে অভিযোগ করেন বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ইংরেজির শিক্ষক সুমন জানা। এছাড়াও এ দিনের কনভেনশনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বুদ্ধদেব চক্রবর্তী ও এসএফআইয়ের রাজ্য কমিটির নেতা বিনোদ ঘোষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট ২ অনার্স ও পাশ পাঠ্যক্রমের ফলাফল ওয়েবহসাইটে প্রকাশিত হয়েছে। পরীক্ষা নিয়ামক দীপককুমার সোম বলেছেন, “আগামী সপ্তাহে কলেজগুলিতে মার্কশিট পাঠানো হবে।”

প্রতিবাদী খুনে জেল-হাজত

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

প্রতিবাদী মানিক পালের খুনের ঘটনার ধৃত রমজান আলিকে শুক্রবার দুর্গাপুর আদালতে তোলা হলে ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গত বুধবার জুয়ার ঠেক থেকে ভেসে আসা গালিগালাজের প্রতিবাদ করতে গিয়ে খুন হন নতুনপল্লি এলাকার বাসিন্দা মানিক পাল। ওই দিন রাতেই মানিকবাবুর ছেলে নবাকান্ত পাল ভূষণ পাশোয়ান ও রমজান আলির বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনকে সঙ্গে নিয়ে ওই দিনের ঘটনার পুনর্নিমান করে হবে।

ধর্ষণের নালিশ, ধৃত

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

ন’বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলের ঘটনা। পুলিশ জানিয়েছে, সেখ রবিউল নামে ওই যুবক বাড়ির বাইরে খেলা করার সময় শিশুটিকে ভুলিয়ে চাঁচাই-মহেশপুর রোডের কাছে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। শুক্রবার রবিউলকে আদালতে তোলা হলে ২২ এপ্রিল পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক বৈদ্যনাথ ভট্টাচার্য।

জিতল বর্ধমান

নিজস্ব সংবাদদাতা • কাঁকসা

মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে কাঁকসার পিয়ারিগঞ্জ চারুচন্দ্র হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত হল জেলা খোখো প্রতিযোগিতা। শুক্রবার মোট ৪টি বিভাগে প্রতিযোগিতা হয়। অনূর্ধ্ব ১৭ ও ১৪ বালক বিভাগে যতাক্রমে কালনা ও কাটোয়া মহকুমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বর্ধমান। অনূর্ধ্ব ১২ বালক বিভাগেও চ্যাম্পিয়ন বর্ধমান মহকুমা। ওই বিভাগে তারা দুর্গাপুর মহকুমাকে হারায়। অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে ফাইনালে দুর্গাপুর মহকুমাকে হারায় বর্ধমান। এ দিনের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিধায়ক গৌর মণ্ডল, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য পল্লব বন্দ্যোপাধ্যায়, সংসদের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বাগ প্রমুখ।

বিজেপির দাবি

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

নিয়মিত পানীয় জল সরবরাহ-সহ নানা দাবিতে বিজেপি-র আসানসোল মণ্ডল শুক্রবার আসানসোল পুরসভায় স্মারকলিপি দেয়। বিজেপি নেতাদের অভিযোগ, ট্রেড লাইসেন্সের অস্বাভাবিক ফি বৃদ্ধি করা হয়েছে। পুরসভায় প্রশাসক নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। পুরসভায় দুই প্রশাসকের কেউই হাজির না থাকায় প্রধান বাস্তুকার সুকুমার মুখোপাধ্যায়ের হাতে স্মারকলিপি দেওয়া হয়।

অপহরণে ধৃত তিন

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

এক নাবালিকাকে অপহরণের অভিযোগে হিরাপুর থানার পুলিশ দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সাবানা খাতুন, তারান্নুম খাতুন ও মহম্মদ ফিরোজ। তাদের ওই এলাকার শ্যামবাঁধের বাড়ি থেকে ধরা হয়েছে। পুলিশ জানায়, দিন তিনেক আগে হিরাপুরের রহমতনগর থেকে এক নাবালিকা অপহৃত হয় বলে অভিযোগ।

লগ্নি কর্তার জেল

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

ধৃত লগ্নি সংস্থার কর্তা উজ্জ্বল চক্রবর্তীকে শুক্রবার ফের আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেওয়া হয়। এর আগে ৩০ মার্চ আদালতে তোলা হলে উজ্জ্বলবাবুকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আর্থিক প্রতারণার প্রতারণার অভিযোগে উজ্জ্বলবাবুকে গত ২৬ মার্চ কলকাতা থেকে গ্রেফতার করে দুর্গাপুর পুলিশ।

লগ্নি-কর্তার জেল

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

ধৃত লগ্নি সংস্থার কর্তা উজ্জ্বল চক্রবর্তীকে শুক্রবার ফের আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেওয়া হয়। ৩০ মার্চ উজ্জ্বলবাবুকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আর্থিক প্রতারণার অভিযোগে উজ্জ্বলবাবুকে গত ২৬ মার্চ কলকাতা থেকে গ্রেফতার করে দুর্গাপুরের পুলিশ।

খোখো প্রতিযোগিতা কাঁকসায়

নিজস্ব সংবাদদাতা • কাঁকসা

মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে কাঁকসার পিয়ারিগঞ্জ চারুচন্দ্র হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত হল জেলা খোখো প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৭ ও ১৪ বালক বিভাগে যতাক্রমে কালনা ও কাটোয়া মহকুমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বর্ধমান। অনূর্ধ্ব ১২ বালক বিভাগেও চ্যাম্পিয়ন বর্ধমান মহকুমা।

জল-বিদ্যুৎ নিয়ে ক্ষোভ

ট্রান্সফর্মার বিকল হওয়ায় বিদ্যু়ৎ নেই। জল সরবরাহ প্রায় বন্ধ। নিউ কেন্দা কোলিয়ারি লাগোয়া খনিকর্মী আবাসন এলাকায় ১০ দিন ধরে এই সমস্যা চলছে বলে অভিযোগ। দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবিতে সম্প্রতি বিক্ষোভও দেখান ওই এলাকার বাসিন্দারা। খনি সূত্রে জানা গিয়েছে, খনির ম্যানেজার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে ঘেরাও করেও রাখা হয়। বাসিন্দাদের অভিযোগ, এমন পরিস্থিতিতে বাস করা মুশকিল হয়ে পড়ছে। খনির ম্যানেজার ইন্দ্রনীলবাবু আশ্বাস দেন, ‘‘ট্রান্সফর্মার সারানোর কাজ চলছে। ছ’দিনের মধ্যে সমস্যা মিটে যাবে।’’

ভ্রম সংশোধন

শুক্রবার ‘নতুন মাঠে রেকর্ড ধরে রাখতে মরিয়া দু’দলের সেনাপতি’ প্রতিবেদনে গৌরাঙ্গ গোস্বামী
১৯৯৫ সাল থেকে ৭ নম্বর ওয়ার্ডে জিতে এসেছেন বলে লেখা হয়েছে। আদতে তিনি মাঝে দু’বার
৮ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন। এই ত্রুটির জন্য দুঃখিত। ওই দিনই ‘আটকদের ছাড়াতে হামলা
কাটোয়ায়, আক্রান্ত পুলিশ’ প্রতিবেদনে অজিত চট্টোপাধ্যায়কে তৃণমূলের কাউন্সিলর লেখা হয়েছে।
তিনি আদতে কাউন্সিলর নন, এ বারের তৃণমূল প্রার্থী। এই ত্রুটির জন্য দুঃখিত।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy