বর্ধমানে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সরকারি কর্মীর স্বীকৃতি দান, পরিকাঠামো উন্নয়ন-সহ নানা দাবিতে শুক্রবার বর্ধমানে জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির জেলা সম্পাদক মনীষা চক্রবর্তীর শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক অনুপম দত্তর হাতে একটি দাবিপত্রও দেওয়া হয়।
শুক্রবার, প্রকাশিত ‘ভুল নাম লেখায় ভৎর্সনা কোর্টে’ শীর্ষক খবরে দুর্গাপুরের বিধাননগরের
তৃণমূল নেতার নাম লেখা হয়েছে অশোক ঘোষ। আদতে তার নাম হবে অশোক সাহা। ত্রুটির জন্য দুঃখিত।