হকার সমস্যার নিয়ন্ত্রণে এবং বর্ধমান শহরকে যানজটমুক্ত করতে শনিবার অভিযান চালাল জেলা প্রশাসন। দিন কয়েক আগে জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। এ দিন অভিযানে হাজির ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশিস সেন, বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার-সহ অন্য কাউন্সিলরেরা।
শনিবার সকাল ৯টা। বিসি রোড (কার্জন গেট থেকে উত্তর ফটক) যানজটমুক্ত করার অভিযান তখন সবে শুরু হয়েছে। এমন সময় এক কাউন্সিলর বললেন, “এ তো আসলের চেয়ে নকল দামি! আসল দোকানদারেরা তো হকারদের ভিড়ে চাপা পড়ে গিয়েছেন।’’ ওই রাস্তার হকার ইউনিয়নের সভাপতি তথা জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাসকে বলতে শোনা গেল, “হকারদের জ্বালা কী বুঝবে। কী ভাবে ইউনিয়ন করতে হয়েছে, তোমরা জান?” ‘তর্ক’ থামাতে এগিয়ে আসতে হয় জেলাশাসক, পুলিশ সুপার ও বিধায়ককে। পরিস্থিতি সামলে অভিযান এগিয়ে নিয়ে যান তাঁরা।
হকারদের উদ্দেশে বিধায়ককে বলতে শোনা যায়, ‘‘নর্দমা বন্ধ করে দোকান করেছ। এ সব তুলে দাও। না হলে, রবিবার থেকে প্রশাসন সব ভেঙে দেবে।’’ দোকানদারদের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘রাস্তার উপরে ব্যবসা করবে, আর তোমার বাড়ির সামনে ফাঁকা থাকবে, তা হবে না। রাস্তা পরিষ্কার না করলে, দরজার সামনে গুমটি বসিয়ে দেব। তখন জ্বালা বুঝবে!”