একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারের ভল্ট ভেঙে টাকা চুরির চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পঞ্জাবের এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম যশপাল সিংহ। পঞ্জাবের বার্নালা থানার সাঙ্ঘেরা বালাপট্টি এলাকায় ধৃতের বাড়ি। শনিবার রাতে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত ঘটনায় জড়িত থাকার কথা কবুল করেছে বলে পুলিশের দাবি। রবিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ভল্ট ভাঙায় ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করতে এবং ঘটনায় জড়িত বাকিদের হদিস পেতে ধৃতকে সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতকে চার দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বর্ধমান থানার নবাবহাট এলাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কাউন্টারে ভাঙচুর চালানো হয়। এটিএমের ভল্ট ভাঙার চেষ্টা করা হয়। ভল্ট ভেঙে সেখান থেকে টাকা চুরির পরিকল্পনা দুষ্কৃতীদের ছিল বলে পুলিশের অনুমান। ঘটনার বিষয়ে এটিএমের দেখভালের দায়িত্বে থাকা সংস্থার তরফে পরের দিন থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তা বিশ্লেষণ করে ঘটনায় যশপাল জড়িত বলে নিশ্চিত হয় পুলিশ।