Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coal Smuggling

Coal smuggling case: কয়লা পাচার-কাণ্ডে ধৃত আট ইসিএল কর্তা ও কর্মীকে আবার জেল হেফাজতের নির্দেশ

১৬ অগস্ট পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে রাখা হবে।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ২৩:১২
Share: Save:

কয়লা পাচার-কাণ্ডে ধৃত ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর আট প্রাক্তন কর্তা ও কর্মীদের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সোমবারের শুনানিতে ধৃতদের জামিনের আবেদন করেছিলেন তাঁদের আইনজীবীরা। কিন্তু আদালত সেই আবেদন কান দেয়নি। সিবিআইও দাবি করে, ইতিমধ্যেই ধৃতদের জেরা করে বহু তথ্য মিলেছে। আরও কিছু জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

ইসিএল কর্তাদের আইনজীবীরা আদালতে বলেন, ধৃতদের সঙ্গে কয়লা পাচার-কাণ্ডে অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার যে আর্থিক লেনদেনের কথা বলা হচ্ছে, তার পক্ষে কোনও তথ্য দিতে পারেনি সিবিআই। ধৃতদের বয়স ষাটের বেশি। তাঁদের পরিবার-পরিজন রয়েছেন জানিয়ে জামিনের আবেদন করেন আইনজীবীরা। এ-ও বলা হয়, ‘‘কোথাও পালাবেন না। তদন্তের স্বার্থে সব রকম ভাবে সাহায্য করবেন তাঁরা।’’

যদিও এই যুক্তিতে কান না দিয়ে ধৃতদের আবার জেলা হেফাজতের নির্দেশ দেন বিচার রাজেশ চক্রবর্তী। ১৬ অগস্ট পর্যন্ত তাঁদের জেল হেফাজতে রাখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coal Smuggling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE