কয়েক সপ্তাহ কেটে গেলেও সর্বক্ষণের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচন করতে পারেনি কলেজ পরিচালন সমিতি। ফলে, গত মে মাস থেকে কার্যত অচলাবস্থা চলছে বর্ধমানের রাজ কলেজে। কলেজ সূত্রে জানা গিয়েছে, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা মে মাসের বেতন এখনও হাতে পাননি। দু’এক দিনের মধ্যে রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচন করে সমস্ত দায়ভার তুলে না দেওয়া হলে জুনের মাইনেও ঢুকবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সোমবার কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা বেতনের দাবিতে বর্তমানে কলেজ পরিচালনার দায়িত্বে থাকা নিরুপমা গোস্বামীকে চিঠি দেন বলে জানা গিয়েছে। নিরুপমাদেবী অবশ্য মুখ খুলতে চাননি। তিনি শুধু বলেন, ‘‘যা বলার পরিচালন সমিতির সভাপতি বলবেন।’’ আর পরিচালন সমিতির সভাপতি সুভাষ সোম বলেন, ‘‘বুধবার দুপুরে পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে। সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচন হয়ে গেলে সমস্যা মিটে যাবে।’’
কয়েক দিন আগেই, রাজ কলেজের অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা তোলাবাজি-সহ দুর্নীতির নানা অভিযোগ তোলায় তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তারকেশ্বর মণ্ডলের বিরুদ্ধে তদন্তে নির্দেশ দেয় রাজ্য শিক্ষা দফতর। তদন্ত যাতে প্রভাবিত না হয়, সে জন্য তারকেশ্বরবাবুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। পরে পরিচালন সমিতি কলেজের শিক্ষিকা নিরুপমা গোস্বামীর হাতে কলেজের দায়িত্ব তুলে দেয়। ঠিক হয়, যতদিন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচন হচ্ছে, ততদিন নিরুপমাদেবী কলেজ পরিচালনার দায়িত্বে থাকবেন। এ দিন তাঁর হাতেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের সই-সম্বলিত চিঠি তুলে দিয়ে দ্রুত বেতন দেওয়ার জন্য আবেদন করা হয়। একই সঙ্গে সরকারি নিয়ম মেনে কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচন করার এবং পঠন-পাঠনের জন্য সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানানো হয়। ওই চিঠি নিরুপমাদেবী কলেজ পরিচালন সমিতির সভাপতিকে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, গোলমালের পর দু’বার পরিচালন সমিতির বৈঠক ডাকা হলেও তা পিছিয়ে দিতে বাধ্য হন সভাপতি সুভাষ সোম। তৃণমূলের এক নেতা জানান, এক দিকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে হবেন তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালন সমিতির উপর চাপ তৈরি করছিল, অন্য দিকে বর্ধমান পুরসভার এক কাউন্সিলর তাঁর পছন্দের এক শিক্ষককে কলেজের দায়িত্ব দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে সুপারিশ করছিলেন। এই দুমুখো ‘চাপ’ কাটাতেই বৈঠক পিছিয়ে দেন সভাপতি। তবে শেষ পর্যন্ত বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথ ও দলের দু’জন সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে সমাধান সূত্র পাওয়া গিয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
আজ, বুধবার দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচনের জন্য পরিচালন সমিতির বৈঠক ডেকেছেন সভাপতি। তবে বৈঠক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আশঙ্কায় বর্ধমান থানাকে কলেজ চত্বরে পুলিশ মোতায়েন করার দাবি জানিয়েছেন পরিচালন সমিতির সদস্যেরা।