নজরুল ইসলামের ২৬০০ গানের সংরক্ষণ করেছে বাংলাদেশ সরকার। আরও গান খুঁজে তা সংরক্ষণ করা গেলে দুই বাংলার সংস্কৃতি ও গবেষণার কাজে লাগবে বলে জানালেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জকি আহাদ। মঙ্গলবার আউশগ্রামের ভেদিয়া হাইস্কুলে কাজী নজরুলের ৮ ফুট লম্বা একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন তিনি।
তাঁর আশা, নজরুল অ্যাকাডেমি ও নজরুল বিশ্ববিদ্যালয় গড়ার ফলে পশ্চিমবঙ্গে আধুনিক প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে দিগন্ত উন্মোচিত হবে।
ভেদিয়ার ওই স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রায় এক লক্ষ টাকা ব্যায়ে আসানসোলের কোর্ট মোড় ও চুরুলিয়ার কাজী নজরুলের মূর্তির আদলে ওই মূর্তিটি গড়া হয়েছে।