এক ব্যবসায়ীর পরিবারের পাঁচ সদস্যের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পরে এলাকাকে গণ্ডিবদ্ধ এলাকা (‘কনটেনমেন্ট জ়োন’) হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছে দুর্গাপুর মহকুমা প্রশাসন। মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের কোকআভেন থানার এক এলাকার ঘটনা। ওই ব্যবসায়ী দুর্গাপুর বাজারের হওয়ায় বাজার এক সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে ব্যবসায়ী সমিতি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই পরিবারের এক সদস্যের রিপোর্ট আসার পরে তাঁকে কাঁকসার সরকার নির্দিষ্ট ‘কোভিড হাসপাতালে’ ভর্তি করানো হয়। পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। সোমবার ওই ব্যবসায়ীর দোকান ও আশপাশের এলাকা জীবাণুমুক্ত করা হয়। ওই সদস্য সম্প্রতি পারিবারিক দরকারে কলকাতা গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ পরিবারের তিন মহিলা-সহ পাঁচ সদস্যের রিপোর্ট আসে।
এর পরেই পুরো এলাকা ফের জীবাণুমুক্ত করে প্রশাসন। সেখানে যান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। তিনি বলেন, ‘‘মহকুমাশাসকের কাছ থেকে খবর পেয়ে আমি এসেছি। সতর্কতামূলক সব পদক্ষেপ করা হচ্ছে। ওই পরিবারের দু’টি দোকানের মোট প্রায় ৫০ জন কর্মীর তালিকা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।’’ মহকুমাশাসক (দুর্গাপুর) অনির্বাণ কোলে বলেন, ‘‘এলাকাটিকে ‘কনটেনমেন্ট জ়োন’ করার প্রক্রিয়া শুরু হয়েছে।’’
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত জানান, রিপোর্ট আসার পরে ব্যবসায়ীর বাড়ি ও লাগোয়া এলাকা ‘সিল’ করে দেওয়া হয়েছে। কেউ সেখানে আসা-যাওয়া করতে পারবেন না। সর্বক্ষণ পুলিশি পাহারা থাকছে।