Advertisement
১৮ মে ২০২৪
Coronavirus

মার্চের বেতন মেলেনি, ক্ষোভ

কর্মী সংগঠনের নেতৃত্বদের অভিযোগ, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) ঠিকাকর্মীরা বেতন পেলেও তা ঘটেনি এএসপি-র ক্ষেত্রে।

 এএসপি-র সামনে চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র

এএসপি-র সামনে চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০৫:০৪
Share: Save:

‘লকডাউন’-এ কাজ বন্ধ হওয়ায় মার্চের বেতন পাননি দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত শিল্প অ্যালয় স্টিল প্ল্যান্টে (এএসপি) কর্মরত ঠিকাকর্মীরা। এই অভিযোগে শনিবার সকালে বিভিন্ন কর্মী সংগঠনের নেতৃত্বে কয়েকশো ঠিকাকর্মী কারখানার সামনে বিক্ষোভ দেখান। পাশাপাশি, স্থায়ী কর্মী ও আধিকারিকদের কারখানায় ঢুকতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

কর্মী সংগঠনের নেতৃত্বদের অভিযোগ, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) ঠিকাকর্মীরা বেতন পেলেও তা ঘটেনি এএসপি-র ক্ষেত্রে। ফলে, এএসপি-তে থাকা ঠিকাকর্মীরা ‘লকডাউন’-পরিস্থিতিতে চূড়ান্ত সমস্যায় পড়েছেন। আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্যায়, আইএনটিইউসি নেতা বিকাশ ঘটক প্রমুখ নেতারা জানান, এই পরিস্থিতিতে স্বয়ং প্রধানমন্ত্রী বিভিন্ন সংস্থাকে কর্মীদের বেতন না কাটা বা ছাঁটাই না করার পরামর্শ দিয়েছেন। কিন্তু তার পরেও কেন এই ঘটনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

উত্তম কর্মকার, অরূপ মণ্ডল-সহ কয়েকজন বিক্ষোভকারীরা জানান, এমনিতেই ‘লকডাউন’-এর জেরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। তার উপরে বেতন না পাওয়ায় সংসার কী ভাবে চলবে, তা-ও বোঝা যাচ্ছে না।

এ দিকে, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিক্ষোভ দেখানোর জন্য নির্দেশ দেওয়া হয়। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরে, কারখানা কর্তৃপক্ষ সমস্যার সমাধানে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। কর্তৃপক্ষের আশ্বাস, ঠিকাকর্মীদের বেতন দ্রুত মেটানোর কথা জানিয়ে ঠিকাদারদের চিঠি দেওয়া হবে। এর পরেই বিক্ষোভ ওঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE