Advertisement
১৬ মে ২০২৪

ট্যাঙ্কার উল্টে ফাটল উড়ালপুলে

শুক্রবার বিকেলে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার গ্যাস ভর্তি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই উড়ালপুলের উপরে।

দুর্গাপুরের ডিভিসি মোড়ে বন্ধ রাখা হয়েছে উড়ালপুল। শনিবার। ছবি: বিকাশ মশান

দুর্গাপুরের ডিভিসি মোড়ে বন্ধ রাখা হয়েছে উড়ালপুল। শনিবার। ছবি: বিকাশ মশান

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৪
Share: Save:

ট্যাঙ্কার উল্টে ভেঙে গিয়েছে উড়ালপুলের গার্ডওয়াল। নীচের রাস্তায় বিপদের ঝুঁকি মাথায় নিয়ে যাতায়াত করছে যানবাহন। এমনই অভিযোগ দুর্গাপুরের ডিভিসি মোড়ে জাতীয় সড়ক পারাপারকারী উড়ালপুল ঘিরে।

শুক্রবার বিকেলে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার গ্যাস ভর্তি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই উড়ালপুলের উপরে। ডিভিসি মোড়ে ডিপিএলের দিক থেকে ট্যাঙ্কারটি উড়ালপুলে ওঠে। জাতীয় সড়ক পার হওয়ার পরে উল্টো দিকে নামতে শুরু করার ঠিক মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। কোনও রকমে গার্ডওয়ালে ধাক্কা মেরে আটকে যায় ট্যাঙ্কারটি। গার্ডওয়ালের অংশবিশেষ ভেঙে যায়। পুরো গার্ডওয়াল ভেঙে গেলে সেটি উপর থেকে নীচে রাস্তায় পড়ে বড় বিপদ ঘটতে পারত, আশঙ্কা যাত্রীদের। ট্যাঙ্কারের ধাক্কায় গার্ডওয়াল ভাঙার পাশাপাশি মোটা ফাটল ধরে উড়ালপুলের উপরের রাস্তার একাংশে। বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ ও দমকল পৌঁছয়। গভীর রাতে ট্যাঙ্কারটি তুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তার পর থেকে উড়ালপুল দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। উড়ালপুলে ওঠার দু’দিকের মুখে গাড়ি ওঠায় নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে মোটরবাইক চলাচল বন্ধ করা হয়নি। কিন্তু ভাঙা গার্ডওয়ালের নীচ দিয়ে যাওয়া সার্ভিস রোডে যান চলাচল বন্ধ করা হয়নি। ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী মোটরবাইক চালক সরোজ রায় বলেন, ‘‘কোনও ভাবে যদি গার্ডওয়ালের টুকরো উপর থেকে খসে মাথায় পড়ে তাহলে বড় বিপদ ঘটে যাবে। মেরামত না হওয়া পর্যন্ত এ দিকে সার্ভিস রোডটিতেও যান চলাচল বন্ধ রাখলে ভাল হত।’’

দুর্গাপুরের ডিভিসি মোড়ে বন্ধ রাখা হয়েছে উড়ালপুল। শনিবার। ছবি: বিকাশ মশান

পুলিশ জানায়, গার্ডওয়ালের ভাঙা টুকরো দুর্ঘটনার পরে সরিয়ে ফেলা হয়েছে। নতুন করে ভাঙার আর সম্ভাবনা নেই। তাই নীচে সার্ভিস রোডে যান চলাচল বন্ধ রাখার দরকার পড়েনি। দ্রুত উড়ালপুল মেরামতির আশ্বাস দিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durgapur Flyover Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE