কোনও মণ্ডপে বাংলার কুটির শিল্পের ছোঁয়া, কোথাও বা আবার এক ঝলক রাজস্থান, গুজরাতের ঝলক— এমনই বিভিন্ন থিমে সেজে উঠছে বার্নপুরের বিভিন্ন পুজো মণ্ডপ। কেউ কেউ আবার আবার থিম নয়, দর্শক টানতে ভরসা রাখছেন সাবেক-শিল্পের উপরেই।
বার্নপুরের নেতাজি স্পোর্টিং ক্লাবের এ বারের থিম, ‘বঙ্গভূমের কুটির শিল্প।’ উদ্যোক্তারা জানান, মণ্ডপ-সজ্জায় ১০ হাজার বেতের ঝুড়ি দিয়ে কালী ও কৃষ্ণের দশাবতারের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হবে। চমক থাকছে প্রতিমা ও আলোক-সজ্জাতেও।
এই মণ্ডপে ঢুকে পড়লে দর্শক যেন হঠাৎ দেখা পাবেন কৈলাসের। অন্যদের টেক্কা দিতে ‘কৈলাসে বিরাজে দুর্গা’ থিমই রামবাঁধ ফ্রেন্ড ক্লাবের এ বারের বাজি। মূলত বাঁশ, চট, খড় আর প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি হয়েছে পাহাড়ি গুহা। মণ্ডপের ভিতরে থাকছে বিশাল প্রাচীন বৃক্ষের মডেল। সেখানেই থাকবে দেবী প্রতিমা। উদ্যোক্তাদের দাবি, মণ্ডপ-শৈলির অভিনবত্ব দর্শকের নজর কাড়বেই।