আশপাশের জেলায় সভাপতির নাম ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু পূর্ব বর্ধমানে এখনও জট কাটেনি। রাজ্য তৃণমূল সূত্রের দাবি, পরিষ্কার ভাবমূর্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসখানেকেরও বেশি হয়ে গেল জেলায় তৃণমূলের কোনও ব্লক কমিটি নেই। দল সূত্রের দাবি, সভাপতি কারা হবেন, সেই তালিকা দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এক দিকে, যেমন সভাপতি বাছাই ঘিরে দ্বন্দ্বের আশঙ্কা রয়েছে, তেমনই ‘ভোট কুশলী’ প্রশান্ত কিশোরের (পিকে) সংস্থার পরামর্শের সঙ্গে ওই তালিকা মিলছে না। দলের একাধিক নেতার দাবি, সে কারণেই চূড়ান্ত নাম ঘোষণা করা যাচ্ছে না।
দলের এক শীর্ষ নেতার কথায়, ‘‘ব্লক সভাপতি হিসেবে স্বচ্ছ ভাবমূর্তি আছে, এমন ব্যক্তিদের খোঁজ করা হচ্ছে। কয়েকটি ব্লকে সভাপতি বদলেরও ভাবনা রয়েছে।’’ দলের রাজ্যের অন্যতম মুখপাত্র দেবু টুডু অবশ্য ওই বাছাই নিয়ে ‘মতানৈক্যের’ কথা মানেননি। তিনি বলেন, ‘‘ব্লক সভাপতি বাছাইয়ের প্রক্রিয়া চলছে। তবে এখনও চূড়ান্ত করা যায়নি। দু’এক দিনের মধ্যে হয়ে যাবে বলে মনে করছি।’’
২৩ জুলাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্লক কমিটিগুলি ভেঙে দেন। জেলা কমিটি ভেঙে পাঁচ জনের একটি কমিটি গঠন করে দেওয়া হয়। যার মধ্যে তিন জনকে বিভিন্ন ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে। তার পর থেকে সাংগঠনিক রদবদল প্রক্রিয়ায় নতুন ব্লক সভাপতি বাছাই শুরু হয়েছে। বিধায়কেরা তাঁদের এলাকায় ব্লক বা শহর সভাপতি কারা হবেন জেলায় তার একটি তালিকা জমা দেন। তবে কো-অর্ডিনেটররা সব বিধায়কের প্রস্তাবের সঙ্গে একমত হননি। আবার জেলা থাকা আসা রদবদলের প্রস্তাব অনুমোদনে অনেক জায়গায় সমস্যা হয়েছে টিম পিকে-র রিপোর্ট। কয়েকটি ব্লকের সভাপতিদের ভাবমূর্তি নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে সংশয় জানিয়েছে টিম পিকে, দাবি দল সূত্রে।
দলের নেতা-কর্মীদের একাংশের দাবি, পূর্ব বর্ধমানে ১৬টি বিধানসভার মধ্যে ১৪টি তৃণমূলের দখলে। প্রতিটি ব্লকে বা বিধানসভায় কম-বেশি ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ রয়েছে। সেখানে টিম পিকে-র প্রস্তাব বা সমীক্ষা মেনে সভাপতি রদবদল করলে হিতে বিপরীত হতে পারে। পুরনো সংগঠক বাদ গেলে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। আবার সামনে যেহেতু বিধানসভা ভোট, তাই পদ হারিয়ে কেউ বিরোধী পক্ষে যোগদান করবেন কি না, তা-ও ভাবতে হচ্ছে। অনেক ক্ষেত্রেই জেলা ও ব্লক স্তরে মতপার্থক্য সামনে আসছে, দাবি রাজ্য স্তরের নেতাদের।
জেলার এক শীর্ষ নেতার কথায়, ‘‘বিধায়ক, ব্লক কমিটির সঙ্গে কথা বলে সভাপতির নাম ঠিক করে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কোথাও একটা মতানৈক্য হচ্ছে বলে বারবার বৈঠক হওয়ার পরেও ব্লক সভাপতিদের নাম ঘোষণা হচ্ছে না।’’