একটি স্পঞ্জ আয়রন কারখানার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে শুক্রবার জামুড়িয়া বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বীরকুলটি এলাকার বাসিন্দারা।
বাসিন্দারা জানান, জামুড়িয়ার ওই কারখানাটি গ্রাম লাগোয়া এলাকায় অজয়ের পাশে একটি জল প্রকল্প তৈরি করেছে। প্রকল্প শুরুর সময় কারখানা কর্তৃপক্ষ বাসিন্দাদের চাকরিতে নিয়োগ ও সামাজিক উন্নয়ন প্রকল্পে এলাকায় বিভিন্ন কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি। কিন্তু প্রকল্প তৈরি হলেও কারখানা কর্তৃপক্ষ কোনও প্রতিশ্রুতি পালন করেননি বলে অভিযোগ বাসিন্দাদের। কারখানা কর্তৃপক্ষের দাবি, উন্নয়নের জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত সেগুলির কাজ শুরু হবে।
বিডিও বুদ্ধদেব পাল জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।