পুকুরে আগুন! এই ঘটনায় মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামে। নতুনহাট বাদশাহি রোডের ধারে একটি পুকুরে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়। পুকুরে আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেন পুলিশ এবং দমকল বিভাগকে। কিছু ক্ষণের মধ্যেই ভাতার ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসীরা জানান, প্রায় দু’মাস আগে ওই পুকুরে একটি তেলবাহী লরি দুর্ঘটনাবশত উল্টে পড়ে যায়। সেই সময় পুকুরের জলে তেল মেশে। পরে তা জলের উপরে ভেসে ওঠে। স্থানীয়দের একাংশ জানান, এখন পুকুরে জলের পরিমাণ কমে যাওয়ায় কাদামাটির উপর তেলের স্তরে আচমকাই আগুন ধরে যায়।
অগ্নিকাণ্ডে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল হালিম বলেন, “আমরা প্রথমে ভেবেছিলাম কেউ পুকুরে কিছু পুড়িয়ে ফেলছে, কিন্তু পরে দেখি পুরো পুকুর জ্বলছে! এমন দৃশ্য জীবনে দেখিনি।” দমকলের এক অফিসার সন্দীপ চৌধুরী বলেন, ‘‘আগুনের উৎস খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আপাতত পরিস্থিতি স্বাভাবিক, তবে ঘটনাটি নিয়ে কৌতূহল ও আতঙ্ক রয়ে গিয়েছে গ্রামবাসীদের মধ্যে।’’