Advertisement
২১ মে ২০২৪

নেতার মদতে জমি দখলের অভিযোগ

পাট্টার জমি দখল করে নিচ্ছে তৃণমূল আশ্রিত জনা কয়েক দুষ্কৃতী, পুলিশ-প্রশাসনের কাছে অভিযোগ জানালেন অন্ডালের বনবহালের এক বাসিন্দা। শ্রীকান্ত ধীবর নামে ওই বাসিন্দার আরও অভিযোগ, প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। বৃহস্পতিবার তিনি পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব) সুব্রত দেবের কাছে অভিযোগ করেন।

নিজস্ব সংবাদদাতা
অন্ডাল শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ০০:৪৮
Share: Save:

পাট্টার জমি দখল করে নিচ্ছে তৃণমূল আশ্রিত জনা কয়েক দুষ্কৃতী, পুলিশ-প্রশাসনের কাছে অভিযোগ জানালেন অন্ডালের বনবহালের এক বাসিন্দা। শ্রীকান্ত ধীবর নামে ওই বাসিন্দার আরও অভিযোগ, প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। বৃহস্পতিবার তিনি পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব) সুব্রত দেবের কাছে অভিযোগ করেন।

শ্রীকান্তবাবু অভিযোগ করেন, ১৯৬৬ সালে তাঁর পরিবার এলাকায় ৩৫ শতক জমির পাট্টা পেয়েছিল। বছরখানেক আগে বিএলএলআর দফতরে তিনি জমির কর জমা করতে গিয়ে জানতে পারেন, দীর্ঘদিন কর বকেয়া থাকায় জমিটি খাস হয়ে গিয়েছে। শ্রীকান্তবাবু দাবি করেন, “এর পরে আমরা জমির মালিকানা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হই। সেই মামলা এখনও চলছে।’’ তাঁর অভিযোগ, ‘‘এরই মধ্যে গত ২৭ জুলাই এলাকার কয়েক জন ওই জমিটি পাঁচিল দিয়ে ঘিরতে শুরু করে। আমি ২৮ জুলাই অন্ডাল থানায় তাদের নামে অভিযোগ করে বাড়ি ফিরতেই ওরা বাড়িতে চড়াও হয়ে হুমকি দিয়ে যায়। আবার থানায় গিয়ে অভিযোগ করলেও কোনও প্রতিকার মেলেনি।’’

শ্রীকান্তবাবুর দাবি, ওই দখলদারেরা এখন তৃণমূল নেতা রামচরিত পাসোয়ানের নেতৃত্বে পাঁচিলের কাজ চালিয়ে যাচ্ছে। তিনি তৃণমূলের দুর্গাপুর জেলা নেতৃত্বের সঙ্গে দেখা করে বিহিত চাইলে তাঁরা পুলিশের উচ্চ কর্তার কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন বলে শ্রীকান্তবাবু জানান।

রামচরিতবাবু অবশ্য পাঁচিল দেওয়ার কাজে মদত দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এসিপি (পূর্ব) বলেন, ‘‘অন্ডাল থানা ও বনবহাল ফাঁড়িকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tmc Land
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE