ধসে গিয়ে রাস্তায় গর্ত তৈরি হওয়ায় আতঙ্ক ছড়াল কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায়। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে সংস্কারের কাজ শুরু হয়েছে। আপাতত যান চলাচল বন্ধ।
এই রাস্তাটি দেন্দুয়া, কল্যাণেশ্বরী হয়ে ডুবুরডিহিতে ১৯ নম্বর জাতীয় সড়কে মিশেছে। মঙ্গলবার সকালে বাসিন্দারা দেখেন, মন্দির সংলগ্ন এলাকায় রাস্তার বেশ কিছুটা অংশ ধসে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্র্যাফিক গার্ডের পুলিশ। নিরাপত্তার স্বার্থে ওই অংশটি ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি খুবই ব্যস্ত। কারণ, এই রাস্তায় রয়েছে কল্যাণেশ্বরী মন্দির। মাইথনও যাওয়া যায়। দূরদূরান্তের ভক্ত ও পর্যটকেরা আসেন। ভারী যানবাহন থেকে বাস, গাড়ি চলে। স্থানীয় বাসিন্দা তথা ‘মাইথন হোটেল অ্যাসোসিয়েশনের’ সম্পাদক মনোজ তিওয়ারি বলেন, “এই রাস্তায় একটি পুরনো কালভার্টও রয়েছে। রাস্তাটির ওই অংশে হঠাৎ গর্ত সৃষ্টি হওয়ায় চালক থেকে বালিন্দারা আতঙ্কিত। বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও রাস্তার কোথায় কোথায় খারাপ রয়েছে, তা দেখে সংস্কারের ব্যবস্থা করা উচিত পূর্ত দফতরের। আমরা চাই রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। এ ছাড়া, এলাকায় যে সব রাস্তা খারাপ আছে, তা সংস্কার করা হোক।” একটি গাড়ির চালক রবীন্দ্রনাথ দাসের কথায়, “রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে দেন্দুয়া, মাইথন, ডুবুরডিহি হয়ে জাতীয় সড়কে যাওয়া যায়। দিনকয়েক আগে এ দিনের ঘটনাস্থল থেকে কিছুটা দূরে আজিতেশ নগর সংলগ্ন রাস্তাটি খনাখন্দে ভরে ছিল। যদিও তা সংস্কার করা হয়েছে। তবে এ দিন হঠাৎ করে ধসের জেরে গর্তের ফলে আতঙ্কে রয়েছি।” বাসিন্দাদের দাবি, এখানে নীচে রয়েছে পুরনো কালভার্ট। সেটির দ্রুত সংস্কার হোক।
পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, ধসের জেরে রাস্তায় দেড় ফুট বাই দেড় ফুট ছোট গর্ত তৈরি হয়েছে। সংস্কারের কাজ শুরু করা হয়েছে। আপাতত যানচলাচল বন্ধ। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)