কৃষি আইন নিয়ে ভুল বোঝাচ্ছে কিছু রাজনৈতিক দল, পূর্ব বর্ধমানে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নরোত্তম মিশ্র। এ দিন কালনা ও বর্ধমানে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বুথ সংগঠন শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন তিনি, জানা গিয়েছে বিজেপি সূত্রে।
এ দিন সকালে কালনায় পৌঁছন নরোত্তম। সিদ্ধেশ্বরী বাড়িতে পুজো দিয়ে কালনা শহরে শুরু করেন ‘গৃহসম্পর্ক’ অভিযান। পরে একটি হোটেলে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। ছিলেন বিজেপির জেলা (কাটোয়া) সভাপতি কৃষ্ণ ঘোষ, রাজ্য সম্পাদক বিবেক সরকার, এলাকায় দলের আহ্বায়ক পার্থসারথি কুণ্ডু, পর্যবেক্ষক সুবীর নাগ ও বিভিন্ন মণ্ডলের সভাপতিরা। বিজেপি সূত্রে জানা যায়, বৈঠকে বিধানসভা ভোটের আগে বুথ-স্তরে সংগঠন শক্তিশালী করার পরামর্শ দেন নরোত্তম।
মধ্যপ্রদেশের মন্ত্রী এ দিন দাবি করেন, কেন্দ্রের আনা কৃষি আইনে চাষিরা লাভবান হবেন। আড়তদারদের হাতে চাষিদের লভ্যাংশ চলে চায়। নতুন আইনে চাষিরা নিজেদের ফসল ইচ্ছেমতো বিক্রি করতে পারবেন। সাধারণ চাষিরা এই আইন সমর্থন করছেন। কিছু রাজনৈতিক দল রাজনীতির জন্য বিরোধিতা করছে। তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গে দলের নেতা-কর্মীরা ভাল লড়াই করছেন।