মেয়াদ শেষ হওয়ার অনেকটা আগেই দুর্গাপুর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন দিলীপ অগস্তি। তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে দুর্গাপুর তৃণমূল সূত্রে জানা গিয়েছে। এ নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসতে চলেছে শাসকদল। মনে করা হচ্ছে, ওই দিনই পরবর্তী মেয়র কে হবেন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
দুর্গাপুর তৃণমূলের একাংশ সূত্রে খবর, মাস খানেক আগেই দুর্গাপুর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন দিলীপ। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও তিনি এ কথা জানিয়েছিলেন বলে জোড়াফুল শিবিরের একাংশের বক্তব্য। দলের একাংশের বক্তব্য, পুর নিগমের কাজ সেই ভাবে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না দিলীপ। তাই দল তাঁকে সরিয়ে দিয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও দুর্গাপুর তৃণমূলেরই আর একটি অংশের বক্তব্য, শারীরিক অবস্থার কারণেই মেয়র পদ থেকে সরে যেতে চাইছিলেন সত্তরোর্ধ্ব ওই প্রাক্তন ডব্লিউবিসিএস আধিকারিক। তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে সোমবার। এ কথা জানিয়েছেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিধান উপাধ্যায়।