বিদ্যুৎ দফতরের আধিকারিক সেজে ফোন করেছিলেন এক ব্যক্তি। হোয়াটসঅ্যাপে তাঁর পাঠানো ফাইল ডাউনলোড করে এবং ভিডিওকল করে ১ লক্ষ ৯০ হাজার টাকা খোয়ালেন মন্তেশ্বরের এক বাসিন্দা। ইতিমধ্যেই অনলাইন অ্যাপে অভিযোগ দায়ের করেছেন তিনি। বর্ধমানের সাইবার থানাতেও মৌখিক ভাবে ঘটনার কথা জানিয়েছেন শেখ আবদুল হান্নান নামে ওই ব্যক্তি। মন্তেশ্বর থানার এক অফিসার জানান, অভিযোগ জানালে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আবদুল মন্তেশ্বর থানার ভেলিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানিয়েছেন, বুধবার বিকেলে তাঁর মোবাইলে একটি নম্বর থেকে ফোন আসে। ফোন করে ওই ব্যক্তি নিজেকে বিদ্যুৎ দফতরের আধিকারিক বলে দাবি করেন। এর পরেই তিনি আবদুলকে বিদ্যুতের বিল ‘আপডেট’ করার কথা বলেন। এ-ও জানান, তা না করা হলে আবদুলের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এর পরেই একটি নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে একটি ফাইল পাঠানো হয়। সেটি আবদুল ডাউনলোড করেন। এর পর তাঁকে ভিডিয়োকল করতে বলা হয়। ভিডিয়োকলটি ১০ থেকে ১৫ মিনিট চালু রাখার পরামর্শ দেওয়া হয় তাঁকে। ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন, কল চালু রাখলেই বিদ্যুতের বিল আপডেট হয়ে যাবে।
সেই মতো অভিযোগকারী আবদুল মিনিট ১৫ কল চালু রাখেন। তার পরে তিনি দেখেন, তাঁর ‘পেমেন্ট অ্যাপ’ থেকে ১ লক্ষ ৯০ হাজার ৯০৯ টাকা অন্য এক জনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এর পরে যে ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করেন আবদুল। সেখান থেকে তাঁকে জানানো হয় যে, তিনি প্রতারিত হয়েছেন। এর পরেই অনলাইন অ্যাপে অভিযোগ দায়ের করেন তিনি।