অনলাইন পরীক্ষার দাবিতে ধুন্ধুমার কাণ্ড আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আন্দোলন চলাকালীন এক ছাত্র গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। বিক্ষোভরত পডুয়াদের ছত্রভঙ্গ করতে শুক্রবার রাতে আলো নিভিয়ে মারধর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েক জন পডুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
শুক্রবার সকালে রাস্তা অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পুলিশ এসে তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল অনলাইনে পরীক্ষা হবে। কিন্তু শুক্রবার সকালে কলেজে এসে পডুয়ারা দেখতে পান অফলাইন পরীক্ষার নোটিস টানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পর বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে খবর দেন কর্তৃপক্ষ।