Advertisement
২০ এপ্রিল ২০২৪
Purbasthali

বৃদ্ধা জীবিত মেনে পঞ্চায়েতের চিঠি

স্বামী মারা গিয়েছেন ১২ বছর আগে। বছর পাঁচেক ধরে বিধবা ভাতা পাচ্ছেন ৭২ বছরের ওই মহিলা।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পূর্বস্থলী শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২০ ০০:৫৭
Share: Save:

বৃদ্ধা জীবিত, অথচ, সরকারি খাতায় তিনি ‘মৃত’ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল ভাতা। পূর্বস্থলী ২ ব্লকের মুকশিমপাড়া পঞ্চায়েতের কুবাজপুর গ্রামের বেগম বিবি সশরীরে ব্লক কার্যালয়ে গিয়ে জানিয়ে আসেন, তিনি বেঁচে আছেন। নড়াচড়া শুরু হতেই দু’দিনের মধ্যে তাঁকে জীবিত জানিয়ে ব্লক প্রশাসনকে চিঠি পাঠিয়েছে পঞ্চায়েত। শুক্রবার ব্লক প্রশাসনের তরফেও জানানো হয়, দ্রুত বিধবা ভাতার অর্থ হাতে পাবেন ওই বৃদ্ধা।

স্বামী মারা গিয়েছেন ১২ বছর আগে। বছর পাঁচেক ধরে বিধবা ভাতা পাচ্ছেন ৭২ বছরের ওই মহিলা। তাঁর দাবি, ছেলেমেয়ের কাছে পালা করে থাকলেও ভাতার টাকায় ওষুধ-সহ নানা প্রয়োজন মেটে। কিন্তু দশ মাস ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না টাকা। পঞ্চায়েত, ব্যাঙ্কে ছোটাছুটি করার পরে এক ছেলেকে নিয়ে ব্লক অফিসে যান তিনি। সেখানে জানতে পারেন, তাঁর ‘লাইফ সার্টিফিকেট’ পঞ্চায়েত ‘মৃত’ বলে পাঠিয়েছে। ফলে, বন্ধ হয়ে গিয়েছে ভাতা।

স্তম্ভিত বৃদ্ধা বিডিওকে চিঠি লিখে দ্রুত বিধবাভাতা চালু করার আর্জি জানান। মুকশিমপাড়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান প্রতিমা দাস অবশ্য দাবি করেছিলেন, যিনি ভাতা পাচ্ছিলেন তাঁর সঙ্গে কুবাজপুর গ্রামের বেগম বিবির বয়স এবং বাবার নামের মিল নেই। তিনি ভুল ‘এন্ট্রি’তে এতদিন ভাতা পেয়েছেন। পঞ্চায়েতের এক সরকারি কর্মীও জানিয়ে দেন, তাঁদের ধারণা, বেগম বিবি নামে আর এক জন ছিলেন। তিনি আগে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর শংসাপত্র জোগাড়ের চেষ্টা চলছে।

বৃদ্ধার চিঠি পেয়ে পঞ্চায়েতের কাছে জবাব চেয়ে চিঠি পাঠায় ব্লক প্রশাসন। বিডিওর পাঠানো চিঠির জবাব ২৬ অগস্ট দেন পঞ্চায়েত প্রধান। সেখানে বার্ধক্য ভাতার প্রাপক বেগম বিবির তদন্ত রিপোর্টে জানানো হয়, তিনি ভাতা প্রাপক। তাঁর নাম তালিকা থেকে কোনও ভাবে বাদ গিয়েছে। প্রধানের সই করা চিঠিতে মেনে নেওয়া হয়, বেগম বিবিকে মৃত দেখানো হয়েছে। কিন্তু তিনি জীবিত রয়েছেন। তবে প্রধানকে বারবার ফোন করেও এ দিন যোগাযোগ করা যায়নি। মেসেজেরও জবাব দেননি তিনি। পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন চট্টোপাধ্যায় বলেন, ‘‘ওই পঞ্চায়েত ভুল স্বীকার করে চিঠি পাঠিয়েছে। অন্য কোথাও যাতে এমন ঘটনা না হয়, তার জন্য পঞ্চায়েত সমিতি পঞ্চায়েগুলিকে সতর্ক করবে।’’ পূর্বস্থলী ২-এর বিডিও সৌমিক বাগচি বলেন, ‘‘পঞ্চায়েত চিঠির উত্তর দিয়েছে। জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলা হয়েছে। ওই বৃদ্ধা দ্রুত ভাতার অর্থ হাতে পাবেন।’’

এ দিন ভাতা চালুর খবর পেয়ে বৃদ্ধা বলেন, ‘‘বেঁচে থেকেও মরে গিয়েছি শুনে অবাক হয়ে গিয়েছিলাম। টাকা ফিরে পাব জেনে আনন্দ হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Panchayat Purbasthali Aged Woman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE