মাস ছ’য়েক আগে বর্ধমান শহরে সংস্কৃতি লোকমঞ্চে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন, সরকারি প্রকল্পের বাড়িতে বড় বড় করে ‘বাংলা আবাস যোজনা’ লিখতে হবে। বুধবার দুপুরে উপভোক্তাদের বাড়ির দেওয়ালে সেই পোস্টার সাঁটাতে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন পঞ্চায়েতের কর্মীরা।
বিক্ষোভকারীদের প্রশ্ন, প্রকল্প কেন্দ্রীয় সরকারের, তা হলে ছোট ছোট অক্ষরে ‘পিএমএওয়াই-জি’ (প্রধানমন্ত্রী আবাস যোজনা) লেখা থাকবে কেন! যার উত্তর দিতে না পেরে মেমারি ১ ব্লকের আমাদপুর গ্রাম পঞ্চায়েতের গোলপকুর পাড়ে সরকারি প্রকল্পের বাড়ির গায়ে পোস্টার না লাগিয়েই ফিরে যান পঞ্চায়েতের ওই ‘ফেসিলিটেটর’-এরা।
পঞ্চায়েতের এক কর্তার কথায়, “পোস্টার লাগাতে না পেরে দু’জন কর্মী ঘণ্টাখানেক রাস্তায় দাঁড়িয়েছিলেন। তাঁরা প্রধান ও বিডিও-কে ঘটনাটি ফোনে জানান। সেখান থেকেও কোনও সদুত্তর না মেলায় তাঁরা পোস্টার না সাঁটিয়েই ফিরে আসেন।’’ বিডিও (মেমারি ১) বিপুল মণ্ডল জানান, তাঁরা বিষয়টি শুনেছেন। এলাকার মানুষকে সচেতন করা হবে।