Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Picnic

বড়দিনে আসানসোলের ট্যুরিস্ট স্পটে উপচে পড়ল ভিড়

মাইথন।

মাইথন।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ২০:১৪
Share: Save:

বড় দিন উপলক্ষে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন পিকনিক স্পটগুলোতে উপচে পড়ল ভিড়। দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজোর বা জগদাত্রী পুজোর সময় ভিড় কিছুটা সামাল দেওয়া গেলেও শীত পড়তেই আনন্দ উপভোগ করার জন্য ট্যুরিস্ট স্পটগুলোতে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা।

শুক্রবার বড়দিন উপলক্ষে ভিড়টা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। ঝাড়খন্ড সীমানা মাইথন বাঁধে যেন বাংলা এবং ঝাড়খণ্ডের বাসিন্দারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, মেদনীপুর, বীরভূম-সহ পার্শ্ববর্তী জেলা ও রাজ্যের বহু মানুষ শিল্পাঞ্চলের এই পিকনিক স্পটে এসেছিলেন।

মাইথনে বেড়াতে আসা জয়শ্রী, সোমাশ্রী, বাপ্পা কুণ্ডুরা বলেন, “করোনার সময় যে ভাবে সাধারণ মানুষ কার্যত গৃহবন্দি হয়ে ছিল। ভয় যে একবারে চলে গিয়েছে তা নয়। কিন্তু আনন্দ উপভোগ করাটাও খুবই জরুরি। অন্তত মানসিক শান্তির জন্য।” তাই যতটা নিয়ম-নীতি মানা উচিত ততটা মেনেই আনন্দ উপভোগ করেছেন তাঁরা। মাইথনে যেমন পুলিশি নজরদারি ছিল, পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও নজরদারি চালাচ্ছিলেন। তাঁদের কথায়, অন্যান্য বার যেমন ভিড় হয়, এ বার কিছুটা হলেও কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Picnic Asansol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE