Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Potatoes

ন্যায্যমূল্যে আলু বিক্রি বর্ধমানে, খুশি রাজ্য

রাজ্য সরকার ৪২ লক্ষ মেট্রিক টন আলু কিনে সেই আলু ২৫ টাকা কিলো দরে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করছে।

আলু বিক্রির ক্যাম্প পরিদর্শনে রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। নিজস্ব চিত্র।

আলু বিক্রির ক্যাম্প পরিদর্শনে রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ২২:৫৭
Share: Save:

সরকারি সহায়ক মূল্যে আলু বিক্রির ক্যাম্প পরিদর্শন করলেন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। আলু বিলির ক্ষেত্রে সব নিয়ম-নীতি মানা হচ্ছে কি না বা কোথাও কোনও সমস্যা তৈরি হচ্ছে কি না— সে সব সরেজমিনে দেখতেই শনিবার জেলায় এসেছিলেন তিনি। ক্যাম্পের আলু বিতরণের যথাযথ ব্যবস্থা দেখার পর প্রদীপ জানিয়েছেন, তিনি খুশি হয়েছেন।

রাজ্য সরকার ৪২ লক্ষ মেট্রিক টন আলু কিনে সেই আলু ২৫ টাকা কিলো দরে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করছে। বর্তমানে খোলা বাজারে আলুর দাম আকাশছোঁয়া তাতে সহায়ক মূল্যে আলু পেয়ে এলাকার মানুষজন খুশি।

পূর্ব বর্ধমানের উচালন মেলা কমিটির পক্ষ থেকে সরকারি সহায়ক মূল্যে আলু বিক্রির ক্যাম্প খোলা হয়েছে। উচালন, ময়রাডাঙ্গা, গলসি-সহ ৭টি অঞ্চলের মানুষজনকে ন্যায্যমূল্যে আলু বিক্রি করা হচ্ছে ক্যাম্প থেকে। মেলা কমিটির চেয়ারম্যান গফুর আলি খান বলেন, ‘‘এলাকার বাসিন্দারা সরকারি সহায়ক মূল্য আলু পেয়ে খুশি।’’

এ প্রসঙ্গে প্রদীপ বলেন, ‘‘ফেব্রুয়ারি মাসে যখন আলু মাঠ থেকে ওঠে তখনই মুখ্যমন্ত্রীর নির্দেশে আলু কিনে রাখা হয়েছিল। উৎসবের মরসুমে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় সহায়ক মূল্যে সরকার আলু বিতরণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

minimum common price Potatoes Bardhaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE